কলকাতা ও দিল্লি, 1 জুলাই: চোপড়া ও কোচবিহারের পর কলকাতা। রাজ্যে ধারাবাহিক হিংসা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দায়-দায়িত্ব নিয়েও সোমবার প্রশ্ন তুললেন বাংলার সাংবিধানিক প্রধান ৷ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় এমন হিংসার ঘটনা ঘটতে দেখে তিনি 'হতবাক'। দিল্লি থেকে ভিডিয়ো বার্তায় রাজ্যের অব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন রাজভবনের এই বাসিন্দা। ভিডিয়োর একটি অংশে তাঁকে বলতে শোনা যায় বাংলায় পুলিশের একাংশের অপরাধিকরণ হয়েছে ৷
এদিন তিনি ভিডিয়ো বার্তায় বলেন, "গুরুদেবের বাংলায় কী হচ্ছে? পুলিশ মন্ত্রী কী করছেন? জঙ্গলরাজের থেকেও খারাপ অবস্থা! বাংলার অবস্থা দেখে প্রশ্ন ওঠে এখানে কি পুলিশ বা প্রশাসন বলে সত্যি কিছু আছে ৷ হ্যাঁ বাংলায় পুলিশ আছে ৷ কিন্তু এখানে কে পুলিশ আর কে অপরাধি সেটাই বুঝতে পারা যাচ্ছে না ৷ পুলিশের একাংশের অপরাধিকরণ হয়ে গিয়েছে ৷" আর এসব রুখতে সংবিধান মেনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিলেন সিভি আনন্দ বোস। উত্তর দিনাজপুরের চোপড়ায় যুবক ও যুবতীকে প্রকাশ্যে মারধর প্রসঙ্গ-সহ একাধিক ঘটনার কথা উল্লেখ করে নবান্নকে চিঠি দিয়েছেন রাজ্যপাল ৷ রাজ্যে কেন বারবার আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটছে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে ৷