পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি কর্মীর বাড়িতে চলল গুলি, তদন্তের প্রাথমিক রিপোর্ট পৌঁছল কমিশনের কাছে - WB BYPOLLS 2024 - WB BYPOLLS 2024

ECI seeks Report: বিজেপি কর্মীর বাড়িতে চলল গুলি ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ ভোটের আবহে উত্তেজনার ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন ৷ সেই ঘটনার প্রাথমিক রিপোর্ট গেল কমিশনের কাছে ৷

ECI seeks Report
বিজেপি কর্মীর বাড়িতে গুলি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 12:20 PM IST

রানাঘাট, 10 জুলাই: ভোট শুরুর আগে উত্তপ্ত নদিয়ার রানাঘাট ৷ বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর এবং গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ এবার নির্বাচন কমিশনের কাছে সেই ঘটনার প্রাথমিক রিপোর্ট পাঠাল জেলা প্রশাসন ৷

কমিশনের কাছে আসা রিপোর্ট অনুযায়ী, রানাঘাট থানার আইসি এবং এসডিপিও ইতিমধ্যে ঘটনার তদন্ত করছেন। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাঁদের কাছে জানতে চাওয়া হয় আদৌ গুলি চলেছে কি না ৷ তাঁরা জানিয়েছেন, কোনও গুলির শব্দ পাওয়া যায়নি । তবে এলাকায় শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য এলাকায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এবং কিউআরটি পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে বলে খবর । ঘটনার সম্পূর্ণ তদন্ত রিপোর্ট পরে পাওয়া যাবে ৷

মঙ্গলবার রাতে রানাঘাট থানার পূর্ণনগর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে কয়েকজন দুষ্কৃতি হামলা চালায় বলে অভিযোগ ৷ তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় এমনকি দুই রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি ৷ আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, এদিন রাতে তাঁর বাড়িতে হামলা চালান তৃণমূল আশ্রিত দুষ্কৃতি ৷ ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন ৷ এবার সেই রিপোর্টই পৌঁছল কমিশনের কাছে ৷

ঘটনার পর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছে বিজেপি কর্মীর পরিবার ৷ এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকায় ৷ বুধবার বেলা বাড়তেই বিজেপি কর্মীর বাড়িতে আসে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা ৷ ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা ৷ উল্লেখ্য, বুধবার সকাল 7টা থেকে শুরু হয়েছে রানাঘাট দক্ষিণে উপনির্বাচন ৷ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ এই বিধানসভায় নিরাপত্তার জন্য 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ সঙ্গে রয়েছে রাজ্য পুলিশের কর্মীরাও ৷

ABOUT THE AUTHOR

...view details