দার্জিলিং, ৪ জুন: আর কিছুক্ষণের অপেক্ষা ৷ শুরু হতে চলেছে সপ্তদশ লোকসভা ভোটের গণনা ৷ সেই গণনার দিকে তাকিয়ে গোটা রাজ্য। তার আগে তার আগে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলি ৷ ভাগ্য নির্ধারণ হতে চলেছে দার্জিলিং লোকসভা আসনেরও ৷ একমাত্র এই আসনটিতেই রয়েছে তিনটে আলাদা গণনা কেন্দ্র। দার্জিলিং লোকসভা আসনের গণনাকেন্দ্র একটি শিলিগুড়ি কলেজ, দার্জিলিং গভর্মেন্ট কলেজ ও কালিম্পং আলাদা একটি গণনাকেন্দ্র করা হয়েছে।
দার্জিলিং লোকসভার জনাদেশ এখন সময়ের অপেক্ষা, গণনাকেন্দ্রে সাজ সাজ রব - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024
Lok Sabha Election Results 2024: গণনা শুরু সময়ের অপেক্ষা ৷ তার আগে কার্যত কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলি ৷
Published : Jun 4, 2024, 7:58 AM IST
শিলিগুড়ি কলেজে শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, মাটিগাড়া নকশালবাড়ি ও চোপরা বিধানসভার গণনা হবে। অন্যদিকে, দার্জিলিংয়ে দার্জিলিং ও কার্শিয়াং এবং কালিম্পংয়ে কালিম্পং বিধানসভার গণনা হবে। দার্জিলিং আসনে 27টি টেবিলে 13 রাউন্ড, কার্শিয়ংয়ে 20টি টেবিলে 15 রাউন্ড, কালিম্পংয়ে 24 টি টেবিলে 12 রাউন্ড, চোপড়ায় 28টি টেবিলে 9 রাউন্ড, ফাঁসিদেওয়া 20টি টেবিলে 14 রাউন্ড, মাটিগাড়া নকশালবাড়ির 28টি টেবিলে 12 রাউন্ড ও শিলিগুড়ি বিধানসভার 20টি টেবিলে 13 রাউন্ড গণনা হবে। এই আসনে মোট 12 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন। বিজেপির রাজু বিস্তাকে দ্বিতীয় বার দার্জিলিং থেকে প্রার্থী করেছে বিজেপি।
অন্যদিকে, রাজ্যের প্রাক্তন আমলা গোপাল লামাকে প্রার্থী করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি সিপিএম কংগ্রেস জোট করে অধ্যাপক মুনিশ তামাংকে প্রার্থী করেছে এই কেন্দ্রে। পোস্টাল ব্যালটের পর সকাল আটটা থেকে ইভিএম-এর গণনা শুরু হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে ৷ একই সঙ্গে, গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরিয় নিরাপত্তা বলয় ৷