পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুকেশ-যশস্বীদের সঙ্গে ফোর্বস ইন্ডিয়ার তালিকায় বিশ্বভারতীর প্রাক্তনী রবিউল - FORBES INDIA LIST

ডি গুকেশ ও যশস্বী জয়সওয়ালদের সঙ্গে এবার ফোর্বস ইন্ডিয়ার তালিকায় বিশ্বভারতীর প্রাক্তনী রবিউল খান ৷ এর আগেও একাধিক সম্মান পেয়েছেন দুবরাজপুরের এই বাসিন্দা ৷

ETV BHARAT
গুকেশ-যশস্বীদের সঙ্গে ফোর্বস ইন্ডিয়ার তালিকায় বিশ্বভারতীর প্রাক্তনী রবিউল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2025, 5:13 PM IST

বোলপুর, 9 ফেব্রুয়ারি: ডি গুকেশ, যশস্বী জয়সওয়ালদের সঙ্গে ফোর্বস ইন্ডিয়ার তালিকায় জায়গা করে নিলেন বিশ্বভারতীর কলাভবনের প্রাক্তনী রবিউল খান । অনূর্ধ্ব 30-এ এই তালিকায় ভারতের একমাত্র শিল্পী তিনি । ইতিমধ্যেই ফোর্বস ইন্ডিয়ার তরফে তাঁকে ফোন ও ইমেল মারফৎ জানানো হয়েছে এই পুরস্কারের কথা ।

বীরভূমের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে কবিগুরুর বিশ্বভারতীতে পেইন্টিং নিয়ে পড়াশোনা রবিউলের ৷ মাত্র 27 বছর বয়সি এই শিল্পী এর আগে ইনল্যাক্স ফাইন আর্ট অ্যাওয়ার্ড, নেদারল্যান্ডসের প্রিন্স ক্লজ সিড অ্যাওয়ার্ড-সহ একাধিক সম্মান পেয়েছেন ৷

গুকেশ-যশস্বীদের সঙ্গে ফোর্বস ইন্ডিয়ার তালিকায় বিশ্বভারতীর প্রাক্তনী রবিউল (নিজস্ব ভিডিয়ো)

বীরভূমের দুবরাজপুর থানার আদমপুর ডাঙালপাড়ায় জন্ম রবিউল খানের ৷ বাবা রফিক খান । পেশায় একজন ব্যবসায়ী ৷ মা চাঁদনি বিবি গৃহবধূ । ভাই আলি হুসেন খান ৷ রবিউলের কাছ থেকে জানা গিয়েছে, তাঁর বাবা নিজে বেশিদূর পড়াশোনা না করলেও শিল্প ও শিক্ষার প্রতি তাঁর বিশেষ অনুরাগ ছিল ৷ তাই দুই সন্তানকে শিক্ষার পরিবেশ দেওয়ার জন্য মফঃস্বল দুবরাজপুরে এসে বসবাস শুরু করেন ৷

রবিউল দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হন ৷ ছোট থেকেই শিল্পচর্চার প্রতি আগ্রহ ছিল তাঁর । তাই স্কুলের পড়ার ফাঁকে শান্তিনিকেতনে এসে শিল্পশিক্ষা নিতেন ৷ পরে 2016 সালে বিশ্বভারতীর কলাভবনে পেইন্টিং নিয়ে ভর্তি হন ৷ স্নাতকের পর 2022 সালে স্নাতকোত্তর উত্তীর্ণ হন রবিউল ৷ পাশাপাশি চলতে থাকে নিজের মতো করে শিল্পচর্চা । শিল্পের বিকাশ ও প্রসারের জন্য রবিউল তাঁর সহপাঠীদের নিয়ে 'গাবা' নামে একটি আর্টিস্ট কালেকটিভ অর্থাৎ শিল্পচর্চার প্রতিষ্ঠান তৈরি করেছেন ৷ যে কেউ এখানে নিজের মতো করে শিল্পকে যাপন করতে পারবেন ৷

ফোর্বস ইন্ডিয়ার তালিকায় রবিউল খান (নিজস্ব চিত্র)

অনূর্ধ্ব 30 ফোবস ইন্ডিয়া তালিকায় এবার নাম উঠে এল রবিউল খানের ৷ 30টি বিভাগে দেশের 30 জনের নাম রয়েছে এই তালিকায় ৷ বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ, বিনোদ কাম্বলির পর বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে টেস্টে দ্বিশত রান করা যশস্বী জয়সওয়াল, কাল ফেস্টিভ্যালে নজরকাড়া নেনসি ত্যাগীদের সঙ্গে এক তালিকায় নাম রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর প্রাক্তনী রবিউল খানের ৷ এমনকি, শিল্প বিভাগে ভারতের একমাত্র শিল্পী রবিউল এই তালিকায় রয়েছেন । ইতিমধ্যেই ফোর্বস ইন্ডিয়ার তরফে তাঁকে ফোন ও ইমেল মারফৎ বিষয়টি জানানো হয়েছে । এমনকি, ফোর্বস ইন্ডিয়ার এক্স হ্যান্ডেল-সহ বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়েছে ।

ফোর্বসের তালিকায় শিল্প বিভাগে ভারতের একমাত্র শিল্পী রবিউল (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, মাত্র 27 বছর বয়সি রবিউল 2023 সালে মুম্বইয়ের শিবদাসানি ফাউন্ডেশনের অন্যতম সম্মাননা 'ইনল্যাক্স ফাইন আর্টস অ্যাওয়ার্ড' পেয়েছেন ৷ 2024 সালে বিশ্বের 100 জন শিল্পীর মধ্যে নেদারল্যান্ডসের 'প্রিন্স ক্লজ সিড অ্যাওয়ার্ড' পেয়েছেন । এছাড়া, 2024 সালে হুন্ডাই আর্ট ফর হোপ সম্মাননা পেয়েছেন ৷ সদ্য শান্তিনিকেতনে হয়ে যাওয়া বেঙ্গল বিনালেতে অংশ নিয়েছিলেন রবিউল খান ও তাঁর সহপাঠীরা ৷ সেখানেও নকশিকাঁথার ঘর তৈরি করে নজর কেড়েছিলেন তিনি ৷ এবার ফোর্বস ইন্ডিয়ার তালিকায় এসেছে তাঁর নাম । সম্ভবত, কলাভবনের প্রথম কোনও শিল্পীর নাম উঠে এল এই তালিকায় ৷

ফোন ও ইমেল মারফৎ জানায় ফোর্বস ইন্ডিয়া (নিজস্ব চিত্র)

এ প্রসঙ্গে শিল্পী রবিউল বলেন, "আমার বাবার শিল্পের প্রতি ভালো লাগা ছিল ৷ সেই তাগিদেই শান্তিনিকেতনে পড়তে আসা ৷ বিশ্বভারতীর কলাভবন থেকেই পড়াশোনা । প্রতিটি পুরষ্কার কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায় ৷ আমি জানতে পারি ভারতে আর্ট ক্যাটাগরিতে আমিই একমাত্র এই পুরষ্কার পাচ্ছি ৷ ভালো লাগা তো আছেই ৷ তার চেয়েও বেশি আমি চাই শিল্পের যে বিকাশ তা সবাই করুক, সবাই দেখুক ৷ আমরা তিন বন্ধু মিলে শিল্পচর্চার জন্য গাবা নামে একটা আর্ট পেসও তৈরি করেছি ৷ ভাষা আবিষ্কারের আগে থেকে শিল্প ছিল । তাই শিল্পকে বাঁচিয়ে রাখতে কিছুই করতে হবে না, শুধু কনসাস হতে হবে ৷"

রবিউলের ভাই আলি হুসেন খান বলেন, "আমি প্রথমে ভেবেছিলাম আর পড়াশোনা করব না, ব্যবসা করব ৷ কিন্তু, দেখলাম দাদা বিশ্বভারতী থেকে পড়াশোনা করে অনেক ডেভেলপ করছে । এই দেখেই আমি প্রেরণা পাই। তাই আমিও বিশ্বভারতীর কলাভবনে ভর্তি হই ৷ দাদার এই সাফল্যে আমি খুব খুশি ।"

ABOUT THE AUTHOR

...view details