পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জমজমাট 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার', বেড়াতে যাওয়ার আগে ঢুঁ মারুন - Travel and tourism fair - TRAVEL AND TOURISM FAIR

Travel and tourism fair: দ্বিতীয় দিনেও জমজমাট 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার' ৷ পুজোয় বা তার পর বেড়াতে যাওয়ার আগে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় ঢুঁ মারুন ৷ সন্ধান পাবেন নতুন নতুন জায়গা ও তার খরচের ৷

ETV BHARAT
জমজমাট 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার' (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 5:31 PM IST

কলকাতা, 14 জুলাই:প্রত্যেক মানুষই কম-বেশি ভ্রমণ বিলাসী । ছুটি পেলেই সে ঘুরতে যাওয়ার আছিলা খোঁজে । তাদের জন্য 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার' বিশেষভাবে ফলদায়ী । এখানে গেলেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন রাজ্য এবং নানা দেশের অগণিত দর্শনীয় স্থানের হাল হদিশ । সেই সব জায়গার পসরা সাজিয়ে বসে আছে সেখানকার পর্যটন বিভাগ এবং কিছু ট্রাভেল এজেন্সি ।

জমজমাট 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার' (নিজস্ব ভিডিয়ো)

বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে চলছে তিনদিন ব্যাপী 'ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার'। থাইল্যান্ড থেকে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর, ওড়িশা , নেপাল, অসম, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বেঙ্গালুরু, গুজরাত, হিমাচলপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, শ্রীলঙ্কা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম, ত্রিপুরার পর্যটন বিভাগ হাজির এক ছাদের তলায় ।

মেলার দ্বিতীয় দিনে ইটিভি ভারত খোঁজ নিল সেরকমই কিছু জায়গার । কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং থাইল্যান্ডে গেলে মানুষ কী কী দেখবেন তার একটা আন্দাজ দিলেন সেই সব জায়গার ট্রাভেল এজেন্সি । কাশ্মীরের স্টলে খোঁজ নিয়ে জানা গেল যে, সেখানে গেলে এবার কিছু নতুন জায়গার হদিশ পাবেন পর্যটকেরা । গুলমার্গ, শালিমার গার্ডেন, মুঘল গার্ডেন, মিনি সুইৎজারল্যান্ড তো রয়েইছে ।

আর থাইল্যান্ডে গেলে শুধুই দর্শনীয় স্থান নয়, রয়েছে নানা অ্যাক্টিভিটিও । এছাড়াও লাগছে না ভিসা ৷ আর উত্তরপ্রদেশে গেলে তো তাজমহল রয়েছেই । উত্তরাখণ্ডে গেলে মুসৌরি, ঋষিকেশ, নৈনিতাল, জিম করবেট ন্যাশনাল পার্ক, হরিদ্বার, কেদারনাথ, বদ্রিনাথ-সহ আরও মনোরম সব জায়গা । কোথায় কখন যাবেন তারও হদিশ দিলেন জায়গাগুলির পর্যটন বিভাগের প্রতিনিধিরা ।

দ্বিতীয় দিনেও মেলা প্রাঙ্গণে জনসমাবেশ নজর কাড়ল । চলতি বছরে ঘুরতে যাওয়ার প্ল্যান বানানোর আগে মেলায় গিয়ে বিভিন্ন রাজ্যের ট্যুরিজম বিভাগের সঙ্গে কথা বলে সেখানকার হাল হকিকত জেনে নিচ্ছেন মেলায় আগতরা । কেউ বা করে রাখছেন আগাম বুকিং। এসেছেন বহু ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা । 14 জুলাই, রবিবারই মেলার শেষদিন ।

ABOUT THE AUTHOR

...view details