পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দুর পাশে দাঁড়াল বিশ্ব হিন্দু পরিষদ-ভারত সেবাশ্রম - VHP Stand for Suvendu - VHP STAND FOR SUVENDU

VHP Stand for Suvendu: সবকা সাথ, সবকা বিকাশ নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যকে সমর্থন করল বিশ্ব হিন্দু পরিষদ ৷ অন্যদিকে ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও আক্রমণ শানাল ভারত সেবাশ্রম ৷

VHP Stand for Suvendu
শুভেন্দুর পাশে দাঁড়াল বিশ্ব হিন্দু পরিষদ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 1:14 PM IST

কলকাতা, 20 জুলাই: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যকে পূর্ণ সমর্থন করল বিশ্ব হিন্দু পরিষদ ৷ একই সঙ্গে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজও বিরোধী দলনেতার মন্তব্যকে সমর্থন করেছেন। এরই পাশাপাশি কলকাতার মেয়র ফিরাদ হাকিমকেও একহাত নিয়েছেন তিনি ৷

বঙ্গ বিজেপির রাজ্যে কমিটির বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে কার্তিক মহারাজ সমর্থন করেন ৷ ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ জানান, তিনি পুরোপুরিভাবে শুভেন্দুর ওই মন্তব্যকে সমর্থন করেন। কার্তিক মহারাজ বলেন, "শুভেন্দু অধিকারী একেবারে বাস্তব কথা বলেছেন। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট যেভাবে বদল হচ্ছে তাতে শুভেন্দু অধিকারী একেবারে ঠিক কথা বলেছেন ৷" এরই সঙ্গে, কলকাতার মেয়র ধর্মান্তকরণে উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি ৷

অন্যদিকে, মেয়র ফিরহাদ হাকিমের করা মন্তব্য আপত্তিজনক বলেও দাবি করে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম সদস্য চন্দ্রনাথ দাস বলেন, "ভোটের সময়েও কার্তিক মহারাজকে অসম্মান করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধুদের সাধুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু হিন্দু সমাজ সাধুদের উপদেশ মেনেই চলেন।" ভোট রাজনীতির জন্য সাধুসমাজকে অপমান করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মেয়র ফিরহাদ হাকিম ধর্মান্তকরণ করার উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিন কার্তিক মহারাজ বলেন, "প্রধানমন্ত্রী মোদি সারা দেশের বিষয় বলতে গিয়ে 'সবকা সাথ'-এর কথা বলেছেন। কিন্তু বাংলায় যারা উলু দেন কিংবা যারা শঙ্খ বাজান, বাড়িতে তুলসীর মঞ্চ রাখেন বেছে বেছে তাদের উপর আক্রমণ করা হয়েছে। কিছু কিছু রাজনৈতিক দল দেশের কল্যাণের কথা বলে তাহলে এক দলের সঙ্গে আর একটি দলের বিভেদ হচ্ছে কেন ? তাই এর থেকে পরিষ্কার সব দল দেশের কল্যান চাইছেন না।"

এরই সঙ্গে, আগামী 17 অগস্ট রানি রাসমনি অ্যাভিনিউতে জমায়েতেরও ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সমাজের পণ্ডিত ব্যক্তিত্বদের থেকে শুরু করে সাধু-সন্তরা ওই জমায়েতে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। পরিষদের তরফে জানানো হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না দেওয়া হলে তারা আইনের দ্বারস্থ হবেন।

ABOUT THE AUTHOR

...view details