রায়গঞ্জ, 24 সেপ্টেম্বর: ফের সালিশি সভার সভার নিদান। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক যুগলের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিয়োও হল সোশাল মিডিয়ায় ভাইরাল। যদিও তার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ এই ঘটনায় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকায় চাঞ্চল্য ছড়াল ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের এক আদিবাসী গ্রামের বিবাহিত মহিলা ওই গ্রামেরই যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে ভালোবাসার সম্পর্কে রয়েছেন। ওই মহিলার চারটি সন্তানও রয়েছে। ওই যুগল বিয়ে করে প্রতিবেশী রাজ্য বিহারে পালিয়ে যায়। এরপর তাদেরকে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। দিন কয়েক পর তাদের পেয়েও যান তাঁরা ৷ বিহার থেকে পরিবারের সদস্যরা মহিলা ও যুবককে গ্রামে নিয়ে আসেন। এরপর বসে সালিশি সভা ৷
গ্রাম্যসভায় তাঁদের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন সিদ্ধান্ত তেমনই কাজ ৷ তারপর মাথা ন্যাড়া অবস্থায় তাঁদের বেঁধেও রাখা হয়, যার ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ নবীস আলম জানিয়েছেন, গ্রামের এক যুবকের সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হযতেই তাঁরা ভয় পান ৷ ভয়ে দু'জনেই গ্রাম থেকে পালিয়ে বিয়ে করে বিহারে আশ্রয় নেন। পরে তাঁদের দু'জনকে বিহার থেকে গ্রামে নিয়ে আসা হয়।
এরপর ওই গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন, "পরে আমি খবর পাই ৷ তখন গ্রামে গিয়ে দেখি তাঁদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমার কথার কোনও গুরুত্ব না-দিয়ে চুল কেটে দেওয়া হয় ৷ গ্রামবাসীর এটা করা ঠিক হয়নি ৷" অন্যদিকে, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইসলামপুর জেলা পুলিশ সুপার জবি থমাস। পাশাপাশি তিনি আরও জানান, ওই মহিলার স্বামীকে আটক করা হয়েছে ৷