পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবকের হাত ধরে ছাড়েন ঘর, বাড়ি ফিরতেই গৃহবধূর চুল কেটে নিল গ্রামবাসীরা ! - Medieval barbarism - MEDIEVAL BARBARISM

Crime Against Women: ভিনজাতের যুবকের হাত ধরে তিন মাস আগে ঘর ছেড়েছিলেন গৃহবধূ ৷ ভুল শুধরে বাড়ি ফেরায় তাঁর চুল কেটে নিল গ্রামবাসীরা ৷ তৃণমূল নেতাদের মদতে এই কাণ্ড বলে দাবি মহিলার স্বামীর ৷

Extra Marital Affairs
Extra Marital Affairs

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 3:31 PM IST

বোলপুর, 19 এপ্রিল: ফের মধ্যযুগীয় বর্বরতার নজির ৷ অন্য জাতের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ঘর ছেড়ে ছিলেন গৃহবধূ ৷ আগের স্বামীর কাছে ফেরায় তাঁর মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বোলপুরে ৷ মহিলার স্বামীর দাবি, এ হেন কাণ্ড ঘটাতে স্থানীয়দের মদত করেছেন শাসক শিবিরের নেতা-কর্মীরা। কান্নায় ভেঙে পরে শুক্রবার বোলপুর থানার দ্বারস্থ হন ওই নির্যাতিতা গৃহবধূ ও তাঁর স্বামী ।

জানা গিয়েছে, অন্য জাতের এক যুবকের সঙ্গে প্রণয় সম্পর্ক ছিল গৃহবধূর ৷ দু'জনে এক সঙ্গে সংসার করতে মাস তিনেক আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। স্বভাবতই পরিবার-সহ প্রতিবেশীরা বিষয়টি ভালোভাবে নেননি। ওই যুবককে ছেড়ে সদ্য ওই গৃহবধূ বাড়ি ফিরে আসেন। আর তারপরই তাঁর উপর নির্যাতন শুরু হয় বলেও অভিযোগ। ইতিমধ্যেই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে । যার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে পরিজন ও প্রতিবেশীরা মিলে ওই গৃহবধূকে বসিয়ে তাঁর মাথার চুল কেটে দিচ্ছে ৷

নারকীয় এই ভিডিয়ো নিয়ে যথারীতি শোরগোল পড়ে গিয়েছে । বিচার পেতে কান্নায় ভেঙে পড়ে বোলপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতা গৃহবধূ । তবে এই ঘটনায় নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন তাঁর স্বামী । তাঁদের অভিযোগ, স্থানীয় তৃণমূলের লোকজন এই ঘটনায় যুক্ত। তাদের নিদানেই ওই যুবতীর মাথার চুল কেটে দেওয়া হয়েছে ৷ বোলপুর থানায় এসে নির্যাতিতা ও তাঁর স্বামী রীতিমতো বিক্ষোভ দেখান। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেন তাঁরা ।

নির্যাতিত বলেন, "গ্রামের লোকজন আমাকে শাস্তি দেওয়ার কে? আমার স্বামী তো কিছু বলেননি। ওরা আমার মাথার চুল কেটে দিয়েছে ৷ কোন আইনে, কোন অধিকারে ওরা আমার সঙ্গে এমন করল! আমি এর বিচার চাই । অভিযুক্তদের শাস্তি চাই ।" নির্যাতিতার স্বামীর কথায়, "তৃণমূলের লোকজনের কথায় আমার স্ত্রীর চুল কাটা হয়েছে । আমি ওদের সাজা চাই । আমার স্ত্রীকে নিয়ে আমার কোনও আপত্তি নেই, ওদের কীসের এত সমস্যা !"

আরও পড়ুন:

  1. পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী
  2. ‘পরকীয়ার কাঁটা’ মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার মা ও মায়ের প্রেমিক
  3. বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা স্ত্রী'র

ABOUT THE AUTHOR

...view details