পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

ETV Bharat / state

মালদায় বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্রের শিলান্যাস বিজ্ঞান মঞ্চের - Science and Technology Development

Science and Technology Development Centre in Malda: দু’বছরের টানাপোড়েনের পর জমি জট কাটল মালদার বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্রের ৷ আর জমির সমস্যা মিটতেই বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করে দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ৷

Science and Technology Development Centre
মালদায় বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্রের শিলান্যাস বিজ্ঞান মঞ্চের (ইটিভি ভারত)

মালদা, 28 সেপ্টেম্বর: মালদা, দুই দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্র তৈরি করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ৷ দু’বছরের টানাপোড়েনের পর অবশেষে সেই কেন্দ্রের জন্য জমি পাওয়া গিয়েছে ৷ প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণ নিজেদের খরচে এই বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্রের কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞান মঞ্চ ৷ পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের কালুয়াদিঘি গ্রামে প্রস্তাবিত সেই কেন্দ্রের শিলান্যাস হয় ৷

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সম্পাদক সুনীল দাস বলেন, "আমরা টানা দু’বছর ধরে এই জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ কিন্তু, এর জন্য জমি পাওয়া যাচ্ছিল না ৷ প্রশাসনের তরফে একটি জমি দেখানো হলেও, সেটি ছিল খুব ছোট ৷ তাই আমরা পর্যাপ্ত জমির সন্ধানে ছিলাম ৷ কিন্তু, জমি কিনে এই কেন্দ্র তৈরির সামর্থ আমাদের নেই ৷ এক্ষেত্রে আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মালদা শহরের দুই ব্যক্তি রমেন রবিদাস এবং মহেশ আগরওয়াল ৷"

মালদায় বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্রের জমি ৷ (নিজস্ব চিত্র)

তিনি বলেন, "পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের কালুয়াদিঘিতে পঞ্চায়েত দফতরের পিছনে তাঁদের জমি রয়েছে ৷ এই কেন্দ্র গড়তে তাঁরা সেই জমি সম্পূর্ণ বিনামূল্যে আমাদের হাতে তুলে দিয়েছেন ৷ জমির রেজিস্ট্রিও হয়ে গিয়েছে ৷ সেই বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্রের শিলান্যাস হল ৷ আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ ৷ তাঁরা বলেছেন, এই কেন্দ্র গড়ে তোলার জন্য, তাঁরা আমাদের আরও সাহায্য করবেন ৷ মালদা জেলার মানুষ ও ছাত্রছাত্রীরা যেভাবে চাইবে, সেভাবেই এই কেন্দ্র গড়ে উঠবে ৷ কারণ, তারাই আমাদের শক্তি ৷"

প্রাথমিকভাবে 30 লাখ টাকা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্র তৈরির কাজ শুরু করার কথা জানিয়েছেন সুনীল দাস ৷ সাধারণ মানুষের অনুদানে এই তহবিল গড়ে উঠেছে ৷ প্রয়োজনে ভবিষ্যতে আবারও মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেবেন তাঁরা ৷ প্রয়োজনে প্রশাসনিক সাহায্যের আবেদন জানাবেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা ৷

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 'বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্রে'র শিলান্যাস ৷ (নিজস্ব চিত্র)

বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সম্পাদক বলেন, "আগামিদিনে মালদা-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার ছাত্রছাত্রীরা এই কেন্দ্রে বিজ্ঞান চর্চা করতে পারবেন ৷ এখানে কৃষি পরামর্শ কেন্দ্র থাকবে ৷ প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র, গবেষণাগার, মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, পড়ুয়াদের জন্য আবাসিক, বিজ্ঞান শিক্ষা কেন্দ্র, কুসংস্কার বিরোধী চর্চা কেন্দ্র, বিজ্ঞান মডেল প্রদর্শনী কেন্দ্র, রক্তদান, বাল্যবিবাহ রোধ ও স্বাস্থ্য সচেতনতা কেন্দ্র-সহ আরও অনেক কিছু থাকবে ৷"

ABOUT THE AUTHOR

...view details