পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদীয়মান নৃত্যশিল্পীর অস্বাভাবিক মৃত্যু, প্ররোচনা দেওয়ার অভিযোগে আটক 2 - DANCER UNNATURAL DEATH

মৃত্যুর আগে পর্যন্ত তাঁর আচরণে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Dance Bangla Dance Participate Dies
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2025, 9:40 PM IST

গাইঘাটা, 15 জানুয়ারি: পড়াশোনার পাশাপাশি নাচ ছিল ধ্যানজ্ঞান । 2016 সালে বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনামও অর্জন করেছিল সে ৷ এমন প্রতিভাসম্পন্ন একাদশ শ্রেণির ছাত্রী তথা উদীয়মান নৃত্যশিল্পীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য উত্তর 24 পরগনার চাঁদপাড়ায় । মৃতের নাম অদ্রিকা দাস (17)। মঙ্গলবার রাতে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পরিবারের অভিযোগ, মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তার বন্ধুরা । অভিযোগ পেয়ে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বনগাঁ সাতভাই কালীতলায় পুজো দিয়ে বিকেলে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল অদ্রিকা । রাতে মায়ের সঙ্গে অন্য একটি কালীপুজোয় যাওয়ার কথা ছিল তার। সন্ধ্যা নাগাদ মাকে বলেছিল আগে চলে যেতে সে দশ মিনিট পরে যাবে । মেয়ের কথামতো পুজো বাড়িতে চলে যান মৃদুলা দাস ।

মেয়ের মৃত্যুতে অদ্রিকার বাবা-মায়ের বক্তব্য (ইটিভি ভারত)

তার কিছু সময় পরে অদ্রিকার বাবাকে ফোন করে অভিযুক্ত যুবকরা জানায় সে আত্মহত্যার চেষ্টা করছে । এই খবর পেয়ে তড়িঘড়ি অদ্রিকার বাবা বাড়ি ফিরে আসেন । ঘরে গিয়ে দেখেন মেয়ে নিজের ঘরে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে । যদিও মেয়ের অবস্থা দেখে বাবার সন্দেহ হয় ৷ মেয়ে নিজে থেকে এই কাজ করেছে বলে তিনি বিশ্বাস করতে পারছেন না ৷ খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে বনগাঁ হাসপাতাল নিয়ে যায় । যেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে ।

পরিবারের দাবি, মেয়েকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করত তার কয়েকজন বন্ধু । সেই বন্ধুরা অদ্রিকাকে তার বান্ধবীদের সঙ্গেও মিশতে দিত না । গতকালও তারা অদ্রিকাকে উত্তপ্ত করে এবং কটু কথা বলে । এরপরই তার দেহ উদ্ধার হয়। তবে ঘটনার আগে পর্যন্তও হাসিখুশি ছিল সে । হঠাৎ করে কীভাবে এই ঘটনা ঘটে গেল তা বুঝতে পারছেন না কেউই ৷ তাকে প্ররোচনা দিয়ে এই কাজ করানো হয়েছে বলে দাবি পরিবারের ৷ এই মর্মে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন অদ্রিকার বাবা । অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷

(আত্মহত্যা কোনও সমাধান নয় -যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

ABOUT THE AUTHOR

...view details