বিজেপির দলীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ডায়মন্ড হারবার, 28 ফেব্রুয়ারি: সন্দেশখালির ইস্য়ুতে তোলপাড় রাজ্যরাজনীতি ৷ এবার সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু । লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লকের সরিষা এলাকায় বিজেপির দলীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রকের মন্ত্রী কিরেন রিজিজু।
চা-চক্রের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রিজিজু বলেন, "সন্দেশখালিতে মানবতার বিরুদ্ধে অত্যাচার হয়েছে ৷ সেই অত্যাচার এখন পশ্চিমবঙ্গের ইস্যু নয়, গোটা ভারতবর্ষের ইস্যু। এটি কোনও রাজনৈতিক ইস্যু নয়। যদি সন্দেশখালিতে বিরোধীদের যেতে বাধা দিচ্ছে । রাজ্য সরকার ভুল কাজ করছে ৷ আগামিদিনেও ভুল কাজ করতে চলেছে।" সন্দেশখালির ঘটনায় মানুষ জেগে উঠেছে ৷ সন্দেশখালিতে শেখ শাহজাহান যা করেছে, কোনও আইন এদেরকে বাঁচাতে পারবে না। তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের বাঁচাচ্ছে। অপরাধীদের বাঁচানো, অপরাধের সমান। এমনটাই দাবি কেন্দ্রীয় মন্ত্রীর ৷
তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের আইনি ব্যবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে ৷ যা রাজ্যের জন্য খুবই চিন্তার বিষয়। মহিলাদের ওপর যে নির্মম অত্যাচার করা হয়েছে । যে সকল ঘটনা সামনে আসছে, তা মানবতাকে লজ্জিত করছে। আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ডায়মন্ডহারবার, জয়নগর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে জিতবে বলেও আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী ৷ লোকসভা নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হবে, যার সমাপ্ত হবে 2026 বিধানসভা নির্বাচনে। এদিন চা চক্রের অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷
পাশাপাশি তিনি আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার কেন্দ্রের বঞ্চনার কথা বলছে ৷ কিন্তু কেন্দ্রের দেওয়া টাকা নয়ছয় করে বলছে টাকা পাঠানো হচ্ছে না ৷ ধর্ষণ ও খুনের জন্য যে ফাস্টট্রাক কোর্ট হওয়া দরকার, তা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে হয়নি । প্রাক্তন আইনমন্ত্রী হিসেবে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে এই বিষয় চিঠি দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি ।
আরও পড়ুন:
- গাড়িতে ধাক্কা ট্রাকের, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী
- শহিদ মিনারের মঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ অভিষেকের
- দেশের সম্মানহানি করছেন রাহুল, সংসদে নিন্দায় সরব রিজিজু