পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির উদ্বোধনে গিরিরাজ, তৈরিতে খরচ 80 কোটি - INSTITUTE OF HANDLOOM TECHNOLOGY

2015 সাল থেকে এই কলেজের পথচলা শুরু হলেও নিজস্ব কোনও বিল্ডিং ছিল না। বস্ত্রমন্ত্রকের অধীনে কোটি কোটি টাকা খরচে কলেজের নিজস্ব ক্যাম্পাস তৈরি হল ৷

SANTIPUR HANDLOOM
হ্যান্ডলুম টেকনোলজির উদ্বোধনে গিরিরাজ সিং (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 6:57 PM IST

শান্তিপুর, 4 জানুয়ারি: 80 কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি-র উদ্বোধন করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। শান্তিপুরের ফুলিয়ার এই অনুষ্ঠানে শনিবার উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার-সহ দলের কয়েকজন বিধায়ক। উদ্বোধনে এসে এই ইনস্টিটিউট থেকে পড়লে কী কী সুবিধে মিলবে তাও তুলে ধরলেন মন্ত্রী।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম প্রকল্পের সুবিধাও যে ছাত্র-ছাত্রীরা পাবেন সে ব্যাপারেও তাঁদের অবগত করা হয়। 2015 সাল থেকে এই কলেজের পথচলা শুরু হলেও নিজস্ব কোনও বিল্ডিং ছিল না। এরপর বস্ত্রমন্ত্রকের অধীনে 80 কোটি টাকা ব্যয়ে এই কলেজে নিজস্ব ক্যাম্পাস তৈরি হয় ৷ তারই এদিন উদ্বোধন করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। আগে অস্থায়ীভাবে ফুলিয়া আইটিআই ক্লাস করানো হলেও আসন সংখ্যা ছিল 33। এবার নিজস্ব ক্যাম্পাস হওয়ার পর আসন সংখ্যা বাড়িয়ে 60টি করা হয়েছে। কলেজে ভর্তি হতে গেলে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্তরে ভালো নম্বর থাকলেই তিন বছরের জন্য ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

হ্যান্ডলুম টেকনোলজির উদ্বোধনে গিরিরাজ সিং (ইটিভি ভারত)

ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এই তিন জায়গার ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে এই ইনস্টিটিউটে এমনটাই জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি ছাত্র ছাত্রীদের থাকার জন্য জায়গাও তৈরি হবে। এদিন শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্য সরকারের কারণে বস্ত্র শিল্প দিন দিন তলানিতে নেমেছে। আজ সমস্ত সমবায় সমিতিগুলো বন্ধ হতে চলেছে। মুখ্যমন্ত্রী বিজ্ঞাপন খাতে কোটি কোটি টাকা ব্যয় করলেও রাজ্যের তাঁতীদের জন্য তিনি এক টাকাও ব্যয় করেন না। আমি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, তাঁদের জন্য যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো যাতে তাঁরা ঠিকমতো পান সেই ব্যবস্থা করুন।" অন্যদিকে, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, "বিজেপি নেতা তথা বিজেপি সরকারকে আপনি ঘৃণা করতে পারেন কিন্তু এ রাজ্যের সাধারণ মানুষ শ্রমজীবী মানুষের প্রতি আপনার ঘৃণা থাকা উচিত নয়।"

ABOUT THE AUTHOR

...view details