কলকাতা, 1 অক্টোবর: বন্যা ত্রাণে রাজ্যকে 468 কোটি টাকা বরাদ্দ করল স্বরাষ্ট্রমন্ত্রক । সোশাল মিডিয়ায় মঙ্গলবার সন্ধ্যায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বছর বর্ষায় অন্য কয়েকটি রাজ্যের মতো বাংলাও ভাসছে। ভয়াবহ পরিস্থিতির কবলে লক্ষ লক্ষ মানুষ। একাধিক জেলায় এখনও জমা জল থেকে রেহাই মেলেনি স্থানীয় বাসিন্দাদের । প্রসঙ্গত রবিবার উত্তরবঙ্গে সফরে যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "কেন্দ্রের তরফে রাজ্যের বন্যা পরিস্থিতির খবর নেওয়া হয়নি ৷ একমাত্র বাংলা বন্যার টাকা থেকে বঞ্চিত ৷"
এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স এদিন হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন বন্যা পরিস্থিতে ব্যাপকভাব ক্ষতিগ্রস্ত 14টি রাজ্যকে ত্রাণ হিসেবে 5858.60 কোটি টাকা বরাদ্দ করেছে তাঁর মন্ত্রক। কেন্দ্রীয় প্রতিনিধিদল ক্ষতিগ্রস্থ জায়গায় গিয়ে পরিস্থিত খতিয়ে দেখার পরেই এই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে । ইতিমধ্যেই এই প্রতিনিধিদল অসম, মিজোরাম, কেরল, ত্রিপুরা, নাগাল্যান্ড, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছে। সেখানে অর্থসাহায্যও করেছে কেন্দ্রীয় সরকার। দ্রুত এই প্রতিনিধিদল বাংলা ও বিহারের পরিস্থিতি খতিয়ে দেখবে।