পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফ্যাশন-পর্যটন বিষয় এবার স্কুল স্তরে, নয়া সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা - Fashion Studies and Tourism

New Subject in CUET UG 2024: এবার ফ্যাশন বা পর্যটন শিল্পও স্কুল ও প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷

Etv Bharat
পর্যটন এবং ফ্যাশন স্টাডিজ

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 7:34 PM IST

কোটা, 22 মার্চ: শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, পড়ুয়াদের নানা স্কিল বা দক্ষতা বাড়ানো বিষয়ের উপরও জোর দেওয়া হবে ৷ জাতীয় শিক্ষা নীতি 2020 অনুযায়ী, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যৌথভাবে এই বিষয়ের উপরেই জোর দিয়েছে ৷ যার অধীনে, পর্যটন এবং ফ্যাশন স্টাডিজের মতো বিষয়গুলিকে স্কুল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে ৷

কোটার এডুকেশন এক্সপার্ট দেব শর্মা বলেছেন যে বৃহস্পতিবার, ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যার অধীনে ফ্যাশন স্টাডিজ এবং পর্যটনকে সিইউইটি (CUET UG 2024) ইউজি-র অন্তর্ভুক্ত করা হয়েছে। দেব শর্মা জানিয়েছেন যে সিবিএসই-এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে, স্কুল স্তরে মোট 98টি দক্ষতা সংক্রান্ত পড়াশোনার বিষয় রয়েছে। অষ্টম শ্রেণিতে 33টি, নবম ও দশম শ্রেণিতে 22টি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে 43টি বিষয় রয়েছে।

অর্থাৎ মোট 98টি দক্ষতা সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন স্কুল পড়ুয়ারা ৷ এডুকেশন এক্সপার্ট দেব শর্মা জানিয়েছেন যে স্কুলে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য মাস-কমিউনিকেশন, ফাইনান্সিয়াল-মার্কেট স্টাডিজ, ডেটা-বিসাইন্স, আর্টিফিশিয়াল ইন্টেটিজেন্স, ট্যুরিজম অ্যান্ড ফ্যাশন-এর মতো বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকবে ৷

যে সকল পড়ুয়ারা এখনও পর্যন্ত কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট ইউজি বা সিইউইটি-ইউজি-তে অনলাইনে নাম নথিভুক্ত করে ফেলেছেন এবং যাঁরা এখনও পর্যন্ত অনলাইনে আবেদন করেননি, তাঁরাও ফ্যাশন ও ট্য়ুরিজমকে সাবজেক্ট হিসাবে বেছে নিতে পারবেন ৷ জানা গিয়েছে, চলতি বছর 15 থেকে 31 মে-এর মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে ৷ অনলাইনে আবেদন পত্র জমা দেওয়া শুরু হবে 27 ফেব্রুয়ারি থেকে ৷ আবেদন জমা করার শেষ তারিখ 26 মার্চ বেলা 11.50 মিনিট পর্যন্ত ৷

ABOUT THE AUTHOR

...view details