পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্যানিং-বারুইপুর রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দোকান, জখম 5 - Shop Collapsed

Shop Collapses in South 24 Parganas: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দোকান ৷ দুর্ঘটনায় জখম এক মহিলা-সহ 5 জন ৷ ক্যানিংয়ের এই দুর্ঘটনায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷

Shop Collapses
দোকানের নীচে চাপা পড়ে আহত 5 (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 2:24 PM IST

ক্যানিং, 29 মে: সাত সকালে পথচলতি মানুষদের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান একটি দোকান ৷ ক্যানিং-বারুইপুর রোডে বুধবার সকালের ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন ৷ তাঁদের দ্রুততার সঙ্গে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ দুর্ঘটনায় কারও ফেটেছে মাথা, কারও আবার কপাল ফেটে রক্তাক্ত অবস্থা ৷ হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক শুশ্রূষার পর দু'জনকে ছেড়ে দেওয়া হলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাস্থলে পৌঁছেছে ক্যানিং থানার পুলিশ ৷

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দোকান (নিজস্ব প্রতিনিধি)

আহত এক ব্যক্তি বলেন, "নিত্যদিন এই রাস্তা দিয়েই কাজে যাই ৷ আচমকাই চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকানটি। কিছু বুঝে ওঠার আগে সব শেষ ৷ দোকানের নীচে চাপা পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। আমিও অল্প আঘাত পেয়েছি ৷ ভগবানের অসীম কৃপায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং-বারুইপুর রোডের পাশে একটি নির্মীয়মান দোকান তৈরি হচ্ছিল বেশ কয়েকদিন ধরে ৷ পাশাপাশি, এলাকায় রাস্তা সম্প্রসারণ ও নিকাশি নালার কাজ চলার কারণে নির্মীয়মান দোকানগুলিতে ভাঙার কাজ চালানো হচ্ছিল। তার মধ্যে গত দু'দিনের বৃষ্টির কারণে নড়বড় হয়ে গিয়েছিল মাটি ৷

ফলে এদিন বুধবার সকালে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা একটি দোকান। ব্যস্ততম রাস্তায় দোকানটি ভেঙে পড়ে একটি চলন্ত অটো ও ভ্যানের উপর। এই ঘটনায় জখম হন অটোতে থাকা ও ভ্যানে থাকা যাত্রীরা। পাশাপাশি দোকানে থাকা দু'জন ব্যক্তিও আহত হন। যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের উদ্ধারের কাজে হাত লাগান স্থানীয়রা। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমার হাসপাতালে ৷ সেখানে পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details