দুই বোনের দেহ উদ্ধারে প্রতিবেশীর বক্তব্য (নিজস্ব ভিডিয়ো) পাথরপ্রতিমা, 17 মে: ঘরের বারান্দা থেকে দুই বোনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ 24 পরগনা পাথরপ্রতিমায় ৷ শুক্রবার সকালে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ঢোলাহাট থানার অন্তর্গত গুরুদাসপুর এলাকায় একটি বাড়িতে দুই বোনের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয় এক বাসিন্দা ৷
খবর দেওয়া হয় ঢোলাহাট থানায় । পুলিশ ঘটনাস্থলে এসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে পাঠিয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বোনের নাম বাসন্তী প্রামাণিক (45) বিশা প্রামাণিক (55)। বাড়িতে পরিবারের সদস্য বলতেই এই দু'জন ছিলেন । আর কেউ নেই তাঁদের ।
প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, ওই দুই বোনের এক জামাইবাবু আছেন । তিনি মাঝেমধ্যে এসে খোঁজ খবর নিয়ে যেতেন । শুক্রবার সকালে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা দুই বোনের খোঁজ নিতে তাঁদের বাড়িতে যান । তখনই চোখে পড়ে ভয়ংকর দৃশ্য । দেখা যায়, বারান্দায় পড়ে রয়েছে দুই বোনের দেহ । মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে অনুমান । রক্তে ভেসে যাচ্ছিল বারান্দা । পাশে লোহার রড পড়েছিল ৷ তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় থানায় ।
কিন্তু কী কারণে এই খুন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । তবে পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরে এই খুন ৷ তদন্ত শুরু করা হয়েছে । মৃতদের কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । অবিলম্বেই অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা ৷
আরও পড়ুন :
- স্টেশনে সাফাইকর্মীর ঝাঁটার আঘাতে প্রাণ গেল যুবকের, চাঞ্চল্য সন্তোষপুরে
- 18 লাখ টাকার প্রতারণা ! হাওড়া স্টেশনে মহিলাকে কুপিয়ে খুন করল মুম্বইয়ের প্রেমিক
- স্বামীকে নেশায় বাধা, স্ত্রীর মুখে বিষ ঢেলে খুনের অভিযোগ