দার্জিলিং, 1 ফেব্রুয়ারি:তারা আর কিছুদিনের অতিথি ৷ এরপরই বেঙ্গল সাফারি পার্ককে বিদায় জানাতে চলেছে রয়্যাল দম্পতি শিলা ও বিভানের দুই শাবক । দীর্ঘ এক যুগ পর প্রাণী বিনিময় কর্মসূচির অধীনে বাংলা থেকে পাঠানো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই কর্মসূচির আওতায় শিলার দুই শাবক তেজাল ও শেরা এবং সঙ্গে আরও দুটি প্রাণীকে পাঠানো হবে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে । তবে বিদেশে নয়, তাদের পাঠানো হবে ভিন রাজ্যে । বদলে আসবে সিংহ।
রাজ্য জু অথরিটি ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, 2022 সালের মার্চ মাসে পাঁচ শাবকের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার শিলা । তার মধ্যে পরবর্তীতে মৃত্যু হয় এক শাবকের । সেই শাবকদের মধ্যেই দু'জনকে বিনিময়ের জন্য চিহ্নিত করেছে জু অথরিটি । শিলার দুই শাবক তেজাল ও শেরাকে ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানায় পাঠানো হবে । তেজাল ও শেরার বয়স প্রায় দু'বছর । তেজাল ও শেরার সঙ্গে পাঠানো হবে ভরত ও ইভা নামে একজোড়া লেপার্ড দম্পতিকে । তাদের দু'জনের বয়স চার বছরের কাছাকাছি ।
রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "বহু বছর পর রয়্যাল বেঙ্গল টাইগার অন্য চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে। তার মধ্যে বেঙ্গল সাফারি পার্ক থেকে এই প্রথমবার রয়্যাল বেঙ্গল টাইগার অন্য চিড়িয়াখানায় যাচ্ছে । সেই মতো সমস্ত প্রক্রিয়া শেষ । ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই সিংহ চলে আসবে এখানে।" সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার বলেন, "এক জোড়া রয়্যাল বেঙ্গল টাইগার ও এক জোড়া লেপার্ড-সহ কিছু পাখি ত্রিপুরাতে পাঠানো হবে ।"
বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাণী বিনিময়ের জন্য ইতিমধ্যে ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানা থেকে আধিকারিকদের একটি দল বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শন করে । বৃহস্পতিবারই তারা দুই শাবককে চিহ্নিত করে রিপোর্ট জমা দেয় রাজ্য জু অথরিটিকে । প্রাণী বিনিময়ের জন্য গ্রীন করিডোরের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় জু অথরিটির তরফে ।
আরও পড়ুন:
- বেঙ্গল সাফারি পার্কের পথে নতুন অতিথি, ত্রিপুরা থেকে আসছে দু’টি বিশেষ প্রজাতির বাঁদর ও দুটি সিংহ
- গতবারের রেকর্ড ভেঙে আয়ের নজির বেঙ্গল সাফারি পার্কে, নতুন বছরে ঢেলে সাজাতে বরাদ্দ আড়াই কোটি
- বড়দিনের আগে নতুন সদস্য, কৃষ্ণার আগমনে খুশির হাওয়া বেঙ্গল সাফারি পার্কে