কলকাতা, 19 মার্চ: নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পৌরনিগমের তরফে গার্ডেনরিচ থানায় দায়ের হল দু'টি অভিযোগ। পুলিশ সূত্রের খবর, একজন পৌর আধিকারিক ও একজন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । কিন্তু তাঁদের কাউকেই থানায় ডেকে এ দিন জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ ।
এদিকে ধৃত প্রোমোটারকে মঙ্গলবার আলিপুর পুলিশ আদালতে পেশ করা হলে তাঁকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কাকতালীয় ভাবে তাঁর সঙ্গেই আবার সংশ্লিষ্ট এলাকার 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ছবি ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল । ফলত কাউন্সিলর-প্রোমোটারের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছে ।
আজ যখন অভিযুক্তকে আদালত থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হয়, তখন সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন যে, ওই বহুতল নির্মাণের কথা কি কাউন্সিলর জানতেন ? পুলিশ ভ্যানে ওঠার সময় অভিযুক্ত প্রোমোটারের উদ্দেশে এই প্রশ্ন করতেই তিনি মাথা নাড়েন । মঙ্গলবার বিকেলে ধৃত ওয়াসিম ওই প্রশ্নের জবাবে মাথা নেড়ে ‘না’ বললেন নাকি প্রশ্নের জবাব দিতে চাইলেন না, তা তাঁর শারীরী ভাষা থেকে স্পষ্ট নয় । তবে পুলিশ ভ্যানে উঠে প্রোমোটার বললেন যে, "ইঞ্জিনিয়ার জানত।" কিন্তু কোন ইঞ্জিনিয়ারের কথা তিনি বলতে চেয়েছেন, সেটাও স্পষ্ট নয়।
এ দিকে, কলকাতা পৌরনিগম এক ইঞ্জিনিয়ার ও একজন পৌর আধিকারিকের বিরুদ্ধেই দু'টি মামলা দায়ের করেছে ৷ গার্ডেনরিচে বেআইনি বহুতল নির্মাণের ঘটনায় অসাধু চক্রের যোগ রয়েছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই অসাধু চক্রের সঙ্গে কলকাতা পৌরনিগমের কোনও আধিকারিকের যুক্ত থাকার প্রমাণ পেলে তাঁর চাকরি যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ফিরহাদ ৷ যদিও কাউন্সিলর শামস ইকবালকে নিয়ে প্রশ্ন এ দিন তিনি এড়িয়ে গিয়েছেন ৷ গার্ডেনরিচ বিপর্যয়ে মঙ্গলবার সন্ধেয় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10 ৷
আরও পড়ুন:
- প্রমাণ পেলে চাকরি 'খাব', কাউন্সিলর প্রসঙ্গ এড়িয়ে আধিকারিকদের হুঁশিয়ারি মেয়রের
- গার্ডেনরিচ কাণ্ডে জনস্বার্থ মামলা হাইকোর্টে, সিবিআই তদন্তের আর্জি
- গার্ডেনরিচে বেআইনিভাবে বহুতল নির্মাণ জানতই না পৌরনিগম, তিন আধিকারিককে শোকজ