পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর আবহেই শহরে শ্লীলতাহানি মহিলা সঙ্গীতশিল্পীকে ! - Woman Singer Molested in Kolkata

Woman Singer Molested in Kolkata: আরজি কর-কাণ্ডের আবহেই শহরে ফের শ্লীলতাহানির অভিযোগ ৷ বিলাসবহুল এক হোটেলে মহিলা সঙ্গীতশিল্পীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল দু'জনকে ৷

ETV BHARAT
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 2:45 PM IST

Updated : Sep 4, 2024, 2:58 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য তথা গোটা দেশ ৷ নারী সুরক্ষা নিশ্চিত করার দাবিতে সরব বিভিন্ন মহল ৷ এই আবহেই শহরের বুকে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ একটি বিলাসবহুল হোটেলে মহিলা সঙ্গীতশিল্পীর শ্লীলতাহানির অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাইপাস লাগোয়া প্রগতি ময়দান থানার আওতাধীন একটি বিলাসবহুল হোটেলে । পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্তের একজনের নাম অরুণ কুমার । তাঁর বয়স 60 বছর । তিনি একজন প্রবাসী ভারতীয় । থাকেন ইতালিতে । আর তাঁর আদি বাড়ি দিল্লির প্রীতমপুরা এলাকায় । ধৃত দ্বিতীয় ব্যক্তির নাম রিঙ্কু গুপ্তা । তাঁর বয়স 43 বছর । তাঁর বাড়ি কলকাতার বৌবাজার এলাকায় । পুলিশ দু’জনের বিরুদ্ধেই তদন্ত শুরু করেছে ।

জানা গিয়েছে, ওই তরুণী সঙ্গীতশিল্পী তাঁর এক আত্মীয়ের জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগ দিতে ওই বিলাসবহুল হোটেলে গিয়েছিলেন । সেখানেই দুই মাঝবয়সি ব্যক্তি তাঁকে ও তাঁর বোনকে উত্তপ্ত করতে থাকে বলে অভিযোগ । আরও অভিযোগ, তাঁদের আপত্তিকর ভাবে স্পর্শ করতে থাকেন দুই অভিযুক্ত । এরপর তাঁরা তরুণীর সঙ্গে নাচতে শুরু করেন । পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে নিরাপত্তা রক্ষীদের বিষয়টি জানান অভিযোগকারিণী ৷

হোটেল কর্তৃপক্ষ ওই দুই ব্যক্তিকে তাঁদের বিল মিটিয়ে সেখান থেকে চলে যেতে অনুরোধ করলেও তাঁরা তা শোনেননি বলে অভিযোগ । বরং সেখানে দাঁড়িয়ে তাঁরা হোটেল কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে থাকেন বলে অভিযোগ । এরপরেই হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হয় । ঘটনাস্থলে গিয়ে প্রগতি ময়দান থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে । আজ তাঁদের আলিপুর আদালতে পেশ করা হবে । ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে পুলিশ ।

Last Updated : Sep 4, 2024, 2:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details