পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল কয়লা বোঝাই ট্রাক, চাপা পড়ে মৃত 2 - Raod Accident in Kanksa

Kanksa Road Accident: বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল একটি ট্রাক ৷ তার নীচে চাপা পড়ে মৃত্যু হল 2 জনের ৷ বাকি 2 জন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে ৷

Kanksa News , কাঁকসায় পথ দুর্ঘটনা
পথ দুর্ঘটনা

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 1:17 PM IST

Updated : Apr 2, 2024, 2:13 PM IST

কাঁকসায় পথ দুর্ঘটনা

কাঁকসা, 2 এপ্রিল:কয়লার গুঁড়ো বোঝাই ট্রাক উলটে দুর্ঘটনা ৷ তার নীচে চাপা পড়ে যায় 4 জন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের ৷ বাকি 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয় ৷ মঙ্গলবার সাত সকালে এই দুর্ঘটনাটি ঘটে কাঁকসার বিরুডিহার 19 নম্বর জাতীয় সড়কে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে কাঁকসা থানার পুলিশ ৷ ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক ৷ ট্রাকটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

সূত্র মারফত জানা গিয়েছে, টাকা শোধ না-করার জেরে এক বেসরকারি ফাইনান্স কোম্পানির কর্মীরা ট্রাকটিকে তাড়া করেছিল ৷ তাতেই একটি কয়লার গুঁড়ো বোঝাই বড় ট্রাক বিরুডিহা ওভারব্রিজ থেকে নামার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । তবে স্থানীয় সূত্র জানা যাচ্ছে, এই ট্রাকটি ওভারলোড ছিল । পানাগড়ের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল ৷ সেই সময় একটি যাত্রীবাহী বাসের ওভারটেকের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কয়লার গুঁড়ো বোঝায় ট্রাকটি উলটে যায় । রাস্তার পাশে সেই সময় এক বাইক আরোহী-সহ মোট 4 জন ওই কয়লা বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে যায় ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় উত্তম দাস (48) নামে একজন সাইকেল আরোহীর । উনি বুদবুদ থানা এলাকার ভরতপুরের বাসিন্দা । সাইকেলে চেপে সেই সময় কাজে যাচ্ছিলেন ৷

ট্রাকের নীচে চাপা পড়ে থাকা বাকি তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও একজনের মৃত্যু হয় ৷ বাকি দু'জন আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

এই ঘটনায় কাঁকসা ডিভিশনের এসিপি সুমন জয়সওয়াল জানান, 19 নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবোঝাই বাসের বেপরোয়া গতিতে ওভারটেক করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ যে চারজন চাপা পড়েছিল তাদের মধ্যে একজন একটি বেসরকারি ফাইনান্স কোম্পানির কর্মী বলে জানা গিয়েছে । তবে তাড়া করার ব্যাপারটা সঠিক কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন :

  1. কারখানার মধ্যেই ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, দেহ লোপাটের চেষ্টা কর্তৃপক্ষের
  2. বেআইনি মাটি বোঝাই ট্রাক্টরের বেপরোয়া গতির বলি যুবক ! দেহ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের
  3. পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, নবদম্পতি-সহ মৃত একই পরিবারের 5
Last Updated : Apr 2, 2024, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details