পাণ্ডুয়া, 15 ডিসেম্বর: অবশেষে খুলল খাতা ! পাণ্ডুয়ার সমবায় নির্বাচনে জয় পেল বামেরা । সমবায়ের মোট 12টি আসনই নিজেদের দখলে নিল দল ৷ খাতাই খুলতে পারল না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ পঞ্চায়েত নির্বাচনের পর সমবায় সমিতির নির্বাচনে এই জয় কিছুটা অক্সিজেন পেল বাম শিবির ৷
শনিবার পান্ডুয়ার ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন হয় । সমবায়ের মোট আসন সংখ্যা 12টি । তার মধ্যে আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বাম প্রার্থী । বাকি 11টি আসনের মধ্যে তৃণমূল ও সিপিএম সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল । অন্যদিকে, নির্বাচনে একটিও প্রার্থী দিতে পারেনি বিজেপি ।
তৃণমূলকে হারিয়ে উচ্ছ্বসিত বামেরা (নিজস্ব চিত্র)
এদিন, সকাল 9 টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব ৷ শেষ হয় বিকেল 3 টের সময় । পাণ্ডুয়া থানার কড়া নিরাপত্তায় টানটান উত্তেজনা মধ্যেই চলে ভোটগ্রহণ ৷ শনিবার রাতে ভোটের ফল প্রকাশিত হয় ৷ ফল ঘোষণার পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে বাম সমর্থিত প্রার্থীরা । দেখা যায়, 11টি আসনেই জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা ৷
সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলির সদস্য তথা প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, "মান্দারণে সমবায় নির্বাচনে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পক্ষে মোট 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হয় । প্রতিটি আসনেই জয়লাভ করেছি আমরা । তৃণমূল একটি আসনও পায়নি ।" তিনি আরও বলেন, "এই জয় মানুষের জয় । এই এলাকার গণতন্ত্র প্রিয় মানুষ যাদের ভোট দিয়ে জিতিয়েছেন তাদের ধন্যবাদ জানাই । সুষ্ঠুভাবে ভোট হলে বাম প্রার্থীরা এভাবেই আগামী দিনে জয়লাভ করবে ।"
হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, "দল আমাকে যখন দায়িত্ব দিয়েছিল আমি নিষ্ঠার সঙ্গে তা পালন করেছি । লোকসভা নির্বাচনেও রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন । আমরা দলের অভ্যন্তরে বসে এই হারের পর্যালোচনা করব । কেন আমাদের হারতে হল? তা খতিয়ে দেখা হবে ৷"