পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদিবাসী নাবালিকাকে চিকিৎসা শেখানোর নামে ধর্ষণ! গণপিটুনি অভিযুক্ত প্রৌঢ়কে - MINOR GIRL RAPED IN MALDA - MINOR GIRL RAPED IN MALDA

Malda Rape Allegation: চিকিৎসার পদ্ধতি শেখানোর নামে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৷ গণপিটুনিতে আশঙ্কাজনক হাতুড়ে ডাক্তার ৷ বর্তমানে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন 53 বছরের ওই হাতুড়ে চিকিৎসক ৷

Malda Rape Allegation
হবিবপুর থানা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 10:56 PM IST

Updated : Aug 29, 2024, 11:02 PM IST

মালদা, 29 অগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা মঞ্চে বিজেপি শাসিত চার রাজ্যে ধর্ষণের পরিসংখ্যান প্রকাশ করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ঠিক সেদিনই গৌড়বঙ্গের দুই জেলায় দুই আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের বংশিহারীর মতো মালদার হবিবপুর ব্লকেও বুধবার ধর্ষিতা হয়েছে 15 বছরের এক আদিবাসী নাবালিকা ৷

অভিযোগ, চিকিৎসা পদ্ধতি শেখানোর নামে চেম্বারে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে 53 বছরের এক হাতুড়ে চিকিৎসক ৷ একথা চাউর হতেই ওই চিকিৎসককে গণপিটুনি দেয় উত্তেজিত গ্রামবাসীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে হবিবপুর থানার পুলিশ ৷ প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে ৷ সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয়েছে মালদা মেডিক্যালে ৷ বর্তমানে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন অভিযুক্ত ৷

ঘটনার প্রেক্ষিতে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা নাবালিকার বাবা ৷ অভিযোগ পেয়েই পকসো আইনে ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ওই কিশোরীর শারীরিক পরীক্ষাও করানো হয়েছে ৷ নির্যাতিতা কিশোরী নবম শ্রেণিতে পড়ে ৷ তার বাবা অভিযুক্ত চিকিৎসকের পূর্ব পরিচিত ৷

পরিবারের লোকজন জানাচ্ছেন, সম্প্রতি ওই চিকিৎসক নির্যাতিতার বাবাকে জানায়, তিনি তাঁর মেয়েকে ডাক্তারি শেখাতে চান ৷ তার প্রস্তাবে খুশি হয়ে মেয়েকে সে কথা জানান বাবা ৷ মেয়েও ডাক্তার হতে চায় ৷ তারপর থেকে ডাক্তারি শিখতে সে মাঝেমধ্যে ওই চিকিৎসকের চেম্বারে যেত ৷ মাস ছয়েক ধরে ওই চিকিৎসকের চেম্বারে তার যাতায়াত ছিল ৷

নাবালিকার বাবা বলেন, "বুধবার সন্ধ্যায় ওই চিকিৎসক ফোন করে মেয়েকে ডেকে পাঠায় ৷ মেয়ে ওর চেম্বারে চলে যায় ৷ এরপরেই চেম্বারের দরজা বন্ধ করে সে মেয়েকে ধর্ষণ করে ৷ মেয়ে চিৎকার করলেও দরজা বন্ধ থাকায় সেই আওয়াজ কারও কানে পৌঁছয়নি ৷ মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে পুরো ঘটনা জানায় ৷ বিষয়টি নিয়ে গ্রামবাসীদের আলোচনা করি ৷ তখনই উত্তেজিত মানুষজন ওই চিকিৎসককে মারধর করেন ৷ এই ঘটনায় আমি হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ৷ আমি ওই চিকিৎসকের কঠোর শাস্তি চাই ৷" পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷ তবে মানুষের রোষে অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক ৷ l তিনি এখন মালদা মেডিক্যালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন ৷

Last Updated : Aug 29, 2024, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details