পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রূপান্তরকামীদের সঙ্গে অশ্লীল ব্যবহারের অভিযোগ আরপি এফ জওয়ানের বিরুদ্ধে - KOLKATA METRO RAIL - KOLKATA METRO RAIL

Allegation of Transgender Harassment by RPF: মেট্রো স্টেশনে অশ্লীল ব্যবহারের অভিযোগ ৷ ঘটনায় অভিযুক্ত আরপিএফ জওয়ান ৷ স্টেশন মাস্টারের ঘরের সামনে গিয়ে বিক্ষোভ দেখালেন রূপান্তরকামীরা ৷

Rabindra Sadan Metro Station
স্টেশন মাস্টারের ঘরের সামনে রূপান্তরকামীদের বিক্ষোভ (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Aug 15, 2024, 11:05 PM IST

কলকাতা, 15 অগস্ট:অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে বিক্ষোভ দেখিয়ে ফেরার সময় তিনজন রূপান্তরকামীকে হেনস্থার অভিযোগ উঠল ৷ কাঠগড়ায় আরপিএফ জওয়ান ৷ ঘটনাটি বৃহস্পতিবার রাতে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের ঘটনা । আরজি কর ইস্যুতে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে বিক্ষোভ প্রদর্শন করছেন বেশ কিছু রূপান্তরকামী ।

এরপর আরজি করে যাওয়ার পথে মেট্রো ধরার সময় তাঁদের তিনজনের সঙ্গে আরপিএফ জওয়ান অশ্লীল ব্যবহার করে বলে অভিযোগ ৷ ঘটনার জেরে রূপান্তরকামীরা ক্ষোভে ফেটে পড়েন । এরপর স্টেশন মাস্টারের ঘরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । ঘটনাস্থলে ময়দান, ভবানীপুর এবং লালবাজার পুলিশ ৷

ট্রান্সজেন্ডার অ্যাকটিভিস্ট ও মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের প্রাক্তন সদস্য রঞ্জিতা সিনহা জানান, যে আজ অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে বিক্ষোভ দেখিয়ে রূপান্তরকামীরা যখন আরজি করের দিকে যাওয়ার সময় তারা এএফসিপিসি গেট দিয়ে ঢুকতে যান তখন তাঁদেরকে এক আরপিএফ জওয়ান বলেন প্রবেশ করার অনুমতি নেই । উপর থেকে বারণ রয়েছে । তারপর আরেক আরপিএফ জওয়ান এক রূপান্তরকামীকে অশ্লীলভাবে স্পর্শ করে তাঁর প্রতি কুরুচিকর মন্তব্য করেন । সিসিটিভি দেখানোর কথা বললেও দেখানো হয়নি ৷

রঞ্জিতা সিনহা আরও জানান, তাঁরা কিছু আগে ভবানীপুর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন । তবে পুলিশ এই বিষয়ে কিছু করতে পারবেন না বলে জানিয়েছেন তাঁদের । এরপর 4 ঘণ্টা ধরে তাঁরা স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন । যদিও তাঁরা পরিষেবা ব্যাহত করেননি সাধারণ মানুষের কথা ভেবে । অন্যদিকে, কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রকে বারবার ফোনে তারা যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি । তবে ঘটনায় আরপিএফের পক্ষ থেকে লিখিতভাবে ক্ষমা চাওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details