পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্ষণাবেক্ষণের জন্য আগামী কয়েকদিন দক্ষিণ-পূর্ব রেলে একগুচ্ছ ট্রেন বাতিল - TRAINS CANCELLED

খুরদা রোড ডিভিশন রেলের কাজ চলবে ৷ সেকারণে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ৷

TRAIN CANCELLED
একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2024, 6:03 PM IST

হাওড়া, 7 ডিসেম্বর: আগামী কয়েকদিন রক্ষণাবেক্ষণের কাজ চলবে ৷ সেই কারণে একাধিক ট্রেন বাতিল ও একাধিক ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়ার কথা ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ রেলের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের খুরদা রোড ডিভিশন রেলের কাজ চলবে ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

বাতিল করা ট্রেনের তালিকা:

আগামী 12.12.2024, 17.12.2024 ও 19.12.2024 বাতিল থাকবে 12881 শালিমার-পুরী এক্সপ্রেস ৷

আগামী 11.12.2024, 16.12.2024 ও 18.12.2024 বাতিল থাকবে 12882 পুরী-শালিমার এক্সপ্রেস ৷

আগামী 11.12.2024 ও 18.12.2024 বাতিল থাকবে 22835 শালিমার-পুরী এক্সপ্রেস ৷

আগামী 10.12.2024 ও 17.12.2024 বাতিল থাকবে 22836 পুরী-শালিমার এক্সপ্রেস ।

12895 শালিমার-পুরী এক্সপ্রেস 13.12.2024 বাতিল থাকবে ।

12896 পুরী-শালিমার এক্সপ্রেস 12.12.2024 বাতিল থাকবে।

12887 শালিমার-পুরী এক্সপ্রেস 16.12.2024

12888 পুরী-শালিমার এক্সপ্রেস 15.12.2024

12821 শালিমার-পুরী এক্সপ্রেস বাতিল থাকবে 11.12.2024 থেকে 19.12.2024 পর্যন্ত ।

12822 পুরী-শালিমার এক্সপ্রেস 11.12.2024 থেকে 19.12.2024 পর্যন্ত বাতিল থাকবে।

22889 দিঘা-পুরী এক্সপ্রেস 15.12.2024 বাতিল থাকবে ৷

22890 পুরী-দিঘা এক্সপ্রেস 14.12.2024 বাতিল থাকবে ৷

22873 দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস 13.12.2024 বাতিল থাকবে ৷

22874 বিশাখাপত্তনম-দিঘা এক্সপ্রেস 12.12.2024 বাতিল থাকবে।

22853 শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস বাতিল থাকবে আগামী 10.12.2024 ও 17.12.2024 তারিখ ৷

22854 বিশাখাপত্তনম- শালিমার এক্সপ্রেস 11.12.2024 ও 18.12.2024 বাতিল থাকবে ।

18037 খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস বাতিল থাকবে আগামী 11.12.2024 থেকে 19.12.2024 পর্যন্ত ।

18038 জাজপুর কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস 12.12.2024 থেকে 20.12.2024 পর্যন্ত বাতিল থাকবে ।

18043 হাওড়া-ভদ্রক এক্সপ্রেস 11.12.2024 থেকে 19.12.2024 পর্যন্ত বাতিল থাকবে ।

18044 ভদ্রক-হাওড়া এক্সপ্রেস 12.12.2024 থেকে 20.12.2024 পর্যন্ত বাতিল থাকবে ।

12277 হাওড়া-পুরী এক্সপ্রেস 11.12.2024 থেকে 19.12.2024 পর্যন্ত বাতিল থাকবে ।

12278 পুরী-হাওড়া এক্সপ্রেস 11.12.2024 থেকে 19.12.2024 পর্যন্ত বাতিল থাকবে।

20889 হাওড়া-তিরুপতি এক্সপ্রেস 14.12.2024 বাতিল থাকবে ।

20890 তিরুপতি-হাওড়া এক্সপ্রেস 15.12.2024 বাতিল থাকবে ।

12663 হাওড়া-তিরুচিরাপল্লী এক্সপ্রেস 12.12.2024, 15.12.2024 ও 19.12.2024 বাতিল থাকবে ।

12664 তিরুচিরাপল্লী-হাওড়া এক্সপ্রেস 10.12.2024, 13.12.2024 ও 17.12.2024 বাতিল থাকবে ।

22807 সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস 10.12.2024, 13.12.2024 ও 17.12.2024 বাতিল থাকবে ৷

22808 এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি এক্সপ্রেস 12.12.2024, 15.12.2024 ও 19.12.2024 বাতিল থাকবে ৷

12665 ​​হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস আগামী 16.12.2024 বাতিল থাকবে ।

12666 কন্যাকুমারী-হাওড়া এক্সপ্রেস 14.12.2024 বাতিল থাকবে ৷

12867 হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস 08.12.2024 ও 15.12.2024 বাতিল থাকবে।

12868 পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস 11.12.2024 ও 18.12.2024 বাতিল থাকবে।

22855 সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস 15.12.2024 বাতিল থাকবে।

22856 তিরুপতি-সাঁতরাগাছি এক্সপ্রেস 16.12.2024 বাতিল থাকবে।

22825 শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস 10.12.2024 ও 17.12.2024 বাতিল থাকবে।

22826 এমজিআর চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস 11.12.2024 ও 18.12.2024 বাতিল থাকবে।

08415 জলেশ্বর-পুরী মেমু পাস 12.12.2024 থেকে 20.12.2024 পর্যন্ত বাতিল থাকবে ৷

08416 পুরী-জলেশ্বর মেমু পাস 11.12.2024 থেকে 19.12.2024 পর্যন্ত বাতিল থাকবে ৷

08411 বালেশ্বর-ভুবনেশ্বর মেমু পাস 12.12.2024 থেকে 20.12.2024 পর্যন্ত বাতিল থাকবে ।

08412 ভুবনেশ্বর-বালেশ্বর মেমু পাস 11.12.2024 থেকে 19.12.2024 পর্যন্ত বাতিল থাকবে ৷

যে সমস্ত ট্রেনের গতি পরিবর্তন করা হয়েছে :

আগামী 11.12.2024 থেকে 19.12.2024 পর্যন্ত 08063 খড়গপুর-ভদ্রক পিএসএসএস ট্রেন সোলো স্টেশন পর্যন্ত চলবে ৷

আগানী 11.12.2024 থেকে 19.12.2024 পর্যন্ত 08064 ভদ্রক-খড়গপুর পিএসএসএস ট্রেনটি চলবে সোলো স্টেশন রোড পর্যন্ত ৷

আগামী 11.12.2024 থেকে 19.12.2024 পর্যন্ত সোলো স্টেশন পর্যন্ত চলবে 08031 বলেশ্বর-ভদ্রক পিএসএসএস ট্রেনটি

08032 ভদ্রক-বালেশ্বর পিএসএসএস ট্রেনটি আগামী 11.12.2024 থেকে 19.12.2024 পর্যন্ত চলবে সোলো স্টেশন রোড পর্যন্ত চলবে ৷

পড়ুন:আদ্রা ডিভিশনে রেলের কাজ, জানুন কবে কোন ট্রেন বাতিল ও যাত্রাপথ বদল

ABOUT THE AUTHOR

...view details