হাওড়া, 12 অগস্ট: সামনেই বিশ্বকর্মা পুজো ৷ আর বিশ্বকর্মা পুজো মানেই জমিয়ে ঘুড়ি ওড়ানো। কলকাতা, হাওড়া এবং শহরতলির অনেক জায়গাতেই প্রচুর ঘুড়ি ওড়ে। অনেকসময় এই ঘুড়ি ওড়ানোই সাধারণ মানুষের জন্য বিপদও ডেকে আনে ৷ রেলওয়ে ট্র্যাক সংলগ্ন এলাকায় ঘুড়ি ওড়ানোর সময় সেই ঘুড়ি যদি কোনওভাবে রেলের প্যান্টো বা ওভারহেড তারে লেগে জড়িয়ে যায়, সেক্ষেত্রে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল ৷ এমন ঘটনা প্রায়ই ঘটে চলেছে বলেও জানিয়েছে রেল। আর তাই আগেভাগেই ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে আগাম সতর্কতা জারি করেছে রেল ৷
রেল লাইনের কাছে উড়ন্ত ঘুড়ির বিপদ নিয়ে সচেতনতা প্রচার শুরু করল পূর্ব রেল। ওভারহেড তারগুলিতে হাই ভোল্টেজ সঙ্গে চার্জ করা হয়, যা জীবনকে বিপন্ন করে এবং সম্ভাব্য মারাত্মক দুর্ঘটনা ঘটায়। ঘুড়ির সুতো ওভারহেড ইকুইপমেন্টস (OHE)-এর সঙ্গে জড়িয়ে যেতে পারে ৷ যার জেরে মসৃণ ট্রেন পরিষেবা ব্যাহত করতে পারে ৷ যাত্রীরা অসুবিধায় পড়তে পারেন। আটকে থাকা ঘুড়ির সুতোগুলি ক্রসিংয়ের সময় ট্রেনের প্যান্টোগ্রাফের সঙ্গেও জড়াতে পারে, যার ফলে লাইনে প্যান্টোগ্রাফে জড়ানোর ঘটনা ঘটে।