পশ্চিমবঙ্গ

west bengal

ঘুড়ির সুতোয় ব্যহত হতে পারে ট্রেন পরিষেবা, সতর্ক করল রেল - Train services disrupted

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 3:26 PM IST

Eastern Railways: ঘুড়ির সুতোয় ব্যহত হতে পারে ট্রেন পরিষেবা ৷ বিশ্বকর্মা পুজোর আগে সচেতনতা প্রচার করে সতর্ক করল রেল।

Eastern Railways
ব্যহত হতে পারে ট্রেন পরিষেবা (প্রতীকি চিত্র)

হাওড়া, 12 অগস্ট: সামনেই বিশ্বকর্মা পুজো ৷ আর বিশ্বকর্মা পুজো মানেই জমিয়ে ঘুড়ি ওড়ানো। কলকাতা, হাওড়া এবং শহরতলির অনেক জায়গাতেই প্রচুর ঘুড়ি ওড়ে। অনেকসময় এই ঘুড়ি ওড়ানোই সাধারণ মানুষের জন্য বিপদও ডেকে আনে ৷ রেলওয়ে ট্র্যাক সংলগ্ন এলাকায় ঘুড়ি ওড়ানোর সময় সেই ঘুড়ি যদি কোনওভাবে রেলের প্যান্টো বা ওভারহেড তারে লেগে জড়িয়ে যায়, সেক্ষেত্রে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল ৷ এমন ঘটনা প্রায়ই ঘটে চলেছে বলেও জানিয়েছে রেল। আর তাই আগেভাগেই ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে আগাম সতর্কতা জারি করেছে রেল ৷

রেল লাইনের কাছে উড়ন্ত ঘুড়ির বিপদ নিয়ে সচেতনতা প্রচার শুরু করল পূর্ব রেল। ওভারহেড তারগুলিতে হাই ভোল্টেজ সঙ্গে চার্জ করা হয়, যা জীবনকে বিপন্ন করে এবং সম্ভাব্য মারাত্মক দুর্ঘটনা ঘটায়। ঘুড়ির সুতো ওভারহেড ইকুইপমেন্টস (OHE)-এর সঙ্গে জড়িয়ে যেতে পারে ৷ যার জেরে মসৃণ ট্রেন পরিষেবা ব্যাহত করতে পারে ৷ যাত্রীরা অসুবিধায় পড়তে পারেন। আটকে থাকা ঘুড়ির সুতোগুলি ক্রসিংয়ের সময় ট্রেনের প্যান্টোগ্রাফের সঙ্গেও জড়াতে পারে, যার ফলে লাইনে প্যান্টোগ্রাফে জড়ানোর ঘটনা ঘটে।

ঘুড়িতে ব্যবহৃত মাঞ্জা OHE-তে শর্ট সার্কিটের কারণও হতে পারে ৷ যার ফলে ক্যাটেনারি তারের বিচ্ছেদ ঘটতে পারে এবং ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারে। ঘুড়ির সুতো OHE কাঠামোর ক্ষতি করতে পারে, যার ফলে সরকারি সম্পত্তির ক্ষতি হয়। ঘুড়ির সুতোয় ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে যাত্রীদের অযথা হয়রানি কিংবা হাই-ভোল্টেজ তারে সুতো জড়িয়ে মৃত্যু, কোনওটাই অভিপ্রেত নয় বলেই জানিয়েছে পূর্ব রেল।

পূর্ব রেলের হাওড়া বিভাগ 'নিরাপত্তার সঙ্গে উৎসব' উপভোগ করার জন্য সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে। এই সচেতনতা অভিযানে সমস্ত দায়িত্বশীল নাগরিকদের রেল লাইনের কাছে ঘুড়ি না ওড়ানোর জন্য আবেদন করা হয়েছে ৷ বলা হয়েছে, ওভারহেড তারগুলি হাই ভোল্টেজের সঙ্গে চার্জ করা হয়েছে। এটি আপনার জীবনকে বিপন্ন করতে পারে এবং এর ফল মারাত্মক হতে পারে ৷ তাই পূর্ব রেলের তরফ থেকে সাধারণের উদ্দেশে অনুরোধ করা হয়েছে, যাতে সকলে রেল পরিসরের থেকে দূরে ঘুড়ি ওড়ায়। যাতে ঘুড়ি ওড়ানোর সময় জীবন সুরক্ষিত থাকে, ট্রেন পরিষেবা ব্যাহত না হয় এবং সাধারণ মানুষের রেলযাত্রায় কোনও বিলম্ব না ঘটে।

ABOUT THE AUTHOR

...view details