পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অবরোধে আটকে হাওড়া ফিরল ট্রেন, সিঙ্গুর লোকাল তুলে নিলে লাগাতার আন্দোলনের ডাক বেচারামের - RAIL BLOCKED IN SINGUR

অবরোধে আটকে হাওড়া ফিরতে হল সিঙ্গুর লোকালকে ৷ এই ট্রেন তুলে নিলে লাগাতার আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বেচারাম মান্না ৷

ETV BHARAT
সিঙ্গুর লোকাল তুলে নিলে লাগাতার আন্দোলনের ডাক বেচারামের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2025, 5:16 PM IST

সিঙ্গুর, 1 জানুয়ারি: সিঙ্গুর লোকালের জন্য লাগাতার আন্দোলনের ডাক দিল তৃণমূল কংগ্রেস । সিঙ্গুর লোকাল বাতিলের যে সিদ্ধান্ত রেলের তরফে নেওয়া হয়েছে, তা প্রত্যাহার করা না-হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিঙ্গুরের বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ৷ সিঙ্গুর লোকালের গতিপথ সম্প্রসারিত হয়ে আজ তা তারকেশ্বরে যাওয়ার কথা ছিল ৷ তবে মন্ত্রীর নেতৃত্বে দীর্ঘ সময় অবরোধে আটকে থাকার পর ট্রেনটিকে হাওড়া ফিরিয়ে নিয়ে যেতে হয় রেলকে ৷

জমি আন্দোলনের স্মৃতিতে 'সিঙ্গুর আন্দোলন লোকাল' চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । 2009 সাল থেকেই দুটি সিঙ্গুর লোকাল চালু ছিল । কিন্ত রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, তা বাতিল করে তারকেশ্বর ও হরিপাল পর্যন্ত গতিপথ সম্প্রসারণ করা হয় । তবে সিঙ্গুর আন্দোলন লোকাল সম্প্রসারণের বিষয়টি মানছে না তৃণমূল ।

অবরোধে আটকে হাওড়া ফিরল সিঙ্গুর লোকাল (নিজস্ব ভিডিয়ো)

এর প্রতিবাদে মঙ্গলবার থেকেই মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে আন্দোলনে নামে রাজ্যের শাসকদল । বুধবার সকালেও 6.45 মিনিটে সিঙ্গুর লোকাল ট্রেনকে আটকে বিক্ষোভ ও অবরোধ করা হয় । প্রায় দেড় ঘণ্টা চলে অবরোধ । পরে ওই লোকাল হাওড়া ফিরে যায় এবং রেল প্রশাসনের আবেদনের পর অবরোধ ওঠে ।

অবরোধে আটকে হাওড়া ফিরল সিঙ্গুর লোকাল (নিজস্ব চিত্র)
দীর্ঘ সময় অবরোধে আটকে সিঙ্গুর লোকাল (নিজস্ব চিত্র)

তৃণমূলের দাবি, সিঙ্গুর লোকাল তুলে নিলে ফের আন্দোলন করা হবে । মন্ত্রী বেচারাম মান্না বলেন, "গতকাল থেকেই আমরা বলেছিলাম, এই সিঙ্গুর লোকাল তুলে নেওয়ার প্রস্তাব আমরা মানব না । এর জন্যই আমরা বিক্ষোভ অবরোধ করেছিলাম । আজ হাওড়ার দিকে ট্রেন ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷ সেই কারণেই আমরা অবরোধ তুলেছি । রেল যদি সিঙ্গুর লোকাল তুলে নেওয়ার প্রস্তাব বাতিল না করে, তাহলে আমরা আবারও আন্দোলন করব ।"

সিঙ্গুর লোকাল তুলে নিলে লাগাতার আন্দোলনের ডাক বেচারামের (নিজস্ব চিত্র)
সিঙ্গুর লোকাল তুলে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চলে অবরোধ (নিজস্ব চিত্র)

যদিও রেল সূত্রে খবর, রেলযাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । কিন্ত বিরোধিতা করলে রেলের তরফে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । রেলের সিপিআরও দীপ্তিময় দত্ত বলেন, "সাধারণ মানুষের দাবির ভিত্তিতেই সিঙ্গুর লোকালকে সম্প্রসারণ করা হয়েছে । ট্রেন তুলে নেওয়া হয়নি । বৃহত্তর স্বার্থে এটা করা হয়েছে ।"

মন্ত্রীর নেতৃত্বে চলে বিক্ষোভ (নিজস্ব চিত্র)

ABOUT THE AUTHOR

...view details