পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শনি-রবিতে হাওড়ায় বাতিল বহু লোকাল ট্রেন ! চরম দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের - TRAIN CANCELLATION UPDATES

রক্ষণাবেক্ষণ কাজের জন্য 30 নভেম্বর, শনিবার আর 1 ডিসেম্বর, রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

Howrah Train Cancellation
শনি-রবিতে হাওড়ায় বাতিল বহু লোকাল ট্রেন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 7:32 AM IST

কলকাতা, 29 নভেম্বর: হাওড়া বিভাগের তারকেশ্বর-বাহিরখন্ড স্টেশনের মধ্যে ব্রিজের রক্ষণাবেক্ষণ কাজের জন্য 30 নভেম্বর, শনিবার আর 1 ডিসেম্বর, রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শুক্রবার পূর্ব রেলের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ওই দুইদিন একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

বিবৃতি জারি করে পূর্ব রেল জানিয়েছে, হাওড়া বিভাগের তারকেশ্বর-বাহিরখণ্ড স্টেশনের মধ্যে 62 নম্বর ব্রিজের রক্ষণাবেক্ষণ কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের রবিবারেও রেলের ট্র্যাক ও ওভারহেডের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল ৷ এবার এক নজরে শনি ও রবিবারের বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা দেখে নেওয়া যাক...

শনিবার (30 নভেম্বর) বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:

হাওড়া-তারকেশ্বর আপ লাইনে 37349, 37351 এই দুটি ট্রেন বাতিল করা হয়েছে ৷

এবং তারকেশ্বর-হাওড়া ডাউন লাইনে 47354 নম্বর ট্রেনটি বাতিল করা হয়েছে ৷

রবিবার (1 ডিসেম্বর) বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:

হাওড়া-তারকেশ্বর আপ লাইনে 37309, 37311, 37313, 37315, 37317 ট্রেন বাতিল করা হয়েছে ৷

পাশাপাশি, শেওরাফুলি-তারকেশ্বর আপ লাইনে 37411 এবং 37415 এই দুটি ট্রেন বাতিল করা হয়েছে ৷

এছাড়াও, হাওড়া-আরামবাগ আপ লাইনে 37359 এবং আপ হাওড়া-গোঘাট 37371 নম্বর ট্রেনটি বাতিল করা হয়েছে ৷

তারকেশ্বর-হাওড়া ডাউন লাইনে 37312, 37314, 37316, 37318, 37320, 37322 ট্রেন বাতিল করা হয়েছে ৷

পাশাপাশি, তারকেশ্বর-শেওরাফুলি ডাউন লাইনে 37412, 37416 এই দুটি ট্রেন বাতিল করা হয়েছে ৷

এছাড়াও, ডাউন আরামবাগ-হাওড়া 37360 এবং ডাউন গোঘাট-হাওড়া 37372 নম্বর ট্রেনটি বাতিল করা হয়েছে ৷

উল্লেখিত ট্রেনগুলি এছাড়াও, 37324 তারকেশ্বর-হাওড়া ইএমিউ লোকাল তারকেশ্বর থেকে সকাল 9টা 55 মিনিটে ছাড়বে। ট্রেনটির নির্ধারিত সময় ছিল 9টা 32 মিনিট।

আরও পড়ুন
ফের ট্রেন বাতিলের ঘোষণা, রবিতে যাত্রী হয়রানির আশঙ্কা
শিয়ালদা ডিভিশনে ফের ট্রেন বাতিল, জেনে নিন বিস্তারিত

ABOUT THE AUTHOR

...view details