পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার পুলিশকর্মী - Traffic ASI Arrested in Siliguri

Traffic ASI Arrested in Siliguri: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার হলেন এক পুলিশকর্মী ৷ অভিযোগ, এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করেছেন বাগডোগরা ট্রাফিক গার্ডের এএসআই অমর বীর ৷ তবে, মহিলা বিয়ের জন্য চাপ দিতেই, তাঁর উপর অত্যাচার শুরু করেন বলে অভিযোগ ৷

Traffic ASI Arrested in Siliguri
প্রতীকী ছবি (ইটিভি ভারত গ্রাফিক্স)

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 5:22 PM IST

দার্জিলিং, 21 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের মধ্যেই ফের এক মহিলার সঙ্গে নির্যাতনের অভিযোগ ৷ এবার অভিযুক্ত এক পুলিশকর্মী ৷ অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছিলেন শিলিগুড়ি কমিশনারেটের বাগডোগরা ট্রাফিক গার্ডের এএসআই অমর বীর ৷ তবে, সম্প্রতি মহিলার অভিযোগের ভিত্তিতে মাটিগাড়া থানার পুলিশ ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানায় নির্যাতিতা মহিলা প্রায় দু’মাস আগে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেখানে মহিলা বাগডোগরা ট্রাফিক গার্ডের অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর অমর বীরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ লেখান ৷ দিনের পর দিন তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগে জানিয়েছিলেন নির্যাতিতা ৷ এমনকি বিয়ের কথা তুললেই হুমকি দিতেন অভিযুক্ত ট্রাফিকের ওই এএসআই ৷ তবে, দু’মাস আগে পুলিশে অভিযোগ দায়ের হতেই, পালিয়ে যান অভিযুক্ত অমর বীর ৷

তবে, শুক্রবার রাতে মাটিগাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অমর বীরকে মাল্লাগুড়ি এলাকা থেকে গ্রেফতার করে ৷ কিন্তু, প্রশ্ন উঠছে অভিযুক্ত অমর বীরকে খুঁজে গ্রেফতার করতে 2 মাস সময় কেন লাগল ? এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী মহিলা ৷ যদিও, পুলিশের তরফে গ্রেফতারিতে দেরি হওয়া নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷

শিলিগুড়ি কমিশনারেটের ডিসিপি ওয়েস্ট বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের হয়েছিল ৷ কিন্তু, অভিযোগের পরেই ওই পুলিশকর্মী পলাতক ছিলেন ৷ গতকাল তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্তের স্বার্থে তাঁকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হবে ৷ আইনানুগ পদক্ষেপ করা হয়েছে ৷ সব খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ৷"

ABOUT THE AUTHOR

...view details