কলকাতা, 18 জুলাই:নবান্নের বৈঠক থেকে কলকাতায় হকাররাজ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কমিটি তৈরি করে দেন। এবার কলকাতার গুরুত্বপূর্ণ মোড়গুলিকে হকার মুক্ত করতে সেই কমিটির কাছেই প্রস্তাব দিল টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি)-র। নবান্নের তৈরি এই কমিটির কাছে 58টি মোড়ের তালিকাও জমা দিয়েছে টিভিসি।
বেপরোয়া হকাররাজে অল্প হলেও রাশ টানা গিয়েছে মুখ্যমন্ত্রীর ধমকের পর ৷ পুলিশ ও পুরনিগমের পক্ষ থেকে শুরু হয়েছিল হকার অভিযান । নিউমার্কেট থেকে হাতিবাগান থেকে শুরু করে গড়িয়াহাটের বেশ কিছু অংশ হকার মুক্ত করা হয়েছে ৷ এখনও কমবেশি রাস্তা অর্ধেক দখল করে রয়েছেন বিভিন্ন হকার। এই পরিস্থিতিতে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে টাউন ভেন্ডিং কমিটি ৷ কলকাতার গুরুত্বপূর্ণ একাধিক মোডকে চকচকে ও হকার মুক্ত করে রাখাই তাঁগের লক্ষ্য ৷