দিঘা, 20 জুলাই: ভোর থেকেই প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘায় ৷ সেই আনন্দে মেতেছেন পর্যটকরা ৷ পূর্ব মেদিনীপুরের দিঘা-সহ দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরে 40-50 কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইছে 19 তারিখ থেকে ৷ এরকম আবহাওয়া থাকবে 22 জুলাই পর্যন্ত ৷ অর্থাৎ সমুদ্র ভয়ঙ্কর-সুন্দর জলোচ্ছ্বাস চলবে মঙ্গলবার পর্যন্ত ৷
এই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ এদিকে পর্যটকের ভিড় রয়েছে দিঘার সমুদ্র সৈকতে ৷ তাই পর্যটকদের বাড়তি পাওনা দিঘায় তীব্র জলোচ্ছ্বাস ৷ সকাল থেকে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে পড়ছে রাস্তার উপর ৷ রাস্তার উপর বসেই পর্যটকেরা সমুদ্র স্নান উপভোগ করছেন ৷ তবে প্রশাসন থেকে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে ৷ গার্ডওয়ালের চারিদিকে বাড়তি নিরাপত্তার জন্য নুলিয়া ও পুলিশ মোতায়েন করা রয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷
দক্ষিণবঙ্গে আবহাওয়া ইতিমধ্যে ভোল বদলেছে ৷ বৃষ্টি শুরু হয়েছে ৷ তার সঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বইছে হালকা ঝোড়ো হাওয়া ৷ দক্ষিণবঙ্গের দিঘা, কাঁথি, মান্দারমণি, খেজুরি, হলদিয়া-সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলছে বৃষ্টি ৷