পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কমছে তাপমাত্রা, আবার কি বঙ্গে জাঁকিয়ে শীত ? - West Bengal Weather Forecast

WB Weather Update: ফের পারদ পতন শুরু হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে ৷ শুক্রবার আরও নামবে সর্বনিম্ন তাপমাত্রা । মাঘের শেষবেলায় কি বঙ্গে আবার শীত ফিরবে ? কী জানাল আবহাওয়া অফিস ?

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 7:30 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: শীত ফিরল রাজ্যে । তবে ফিরলেও তা আগের মতো জাঁকিয়ে নয় ৷ গত কয়েকদিনের পারদ চড়ার যে জোরালো ইঙ্গিত ছিল তা বৃহস্পতিবার থেকে উলটো খাতে বইতে শুরু করেছে । চার ডিগ্রি নিচে নেমেছে পারদ । ফলে বিদায় নিতে চলা ঠান্ডাও ফিরেছে ।

কনকনে না হলেও ঠান্ডার শিরশিরানি ভালোরকম অনুভূত হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে । রাতেও তা অব্যাহত । ফলে একটা মনোরম ঠান্ডা আবহাওয়া এখন দক্ষিণবঙ্গজুড়ে । শুক্রবার আরও নামবে সর্বনিম্ন তাপমাত্রা । উত্তরবঙ্গেও একই ছবি । দার্জিলিং-সহ সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করছে । সেখানেও রাতের তাপমাত্রা চার ডিগ্রি নেমেছে ।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তর-পশ্চিমী বাতাস এখন রাজ্যজুড়ে । ফলে পারদ নামবে । আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়ায় থাকবে । রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই এখনই । আপাতত 15 ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডার এই হ্রাস এবং বৃদ্ধি চলতে থাকবে । এরপর রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে বাড়তে শুরু করবে ।

অর্থাৎ, মনে করা হচ্ছে যাবার বেলায় মনোরম ঠান্ডার আমেজ ছড়িয়ে বিদায় নেবে শীত । যদিও এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না শীত কবে বিদায় নেবে ৷ তবে সপ্তাহান্তে সরস্বতী পুজো পর্যন্ত হালকা সোয়েটার-চাদর গায়ে দিতে হতে পারে ৷ তবে পৌষ-মাঘ মিলিয়ে শীতের ইনিংস যথেষ্ট ভালো । যা শীত বিলাসীদের কাছে আনন্দেরও বটে ।

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93 শতাংশ । আজ দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । তবে ভোরে কুয়াশার দাপট থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ও 15 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. দল ছাড়ব কেন, রিজাইনই বা কেন দেব ? দলবদলের প্রশ্নে দেব বোঝালেন তাঁর 'রাজনীতি' অন্য
  2. প্রিয়তমের সান্নিধ্যে স্বচ্ছন্দ বোধ করবে কারা? জানুন রাশিফলে
  3. বিচ্ছেদের ভিড় থেকে আগলে রাখুন আপনাদের জুটিকে, রইল সুস্থ সম্পর্কের চাবিকাঠি

ABOUT THE AUTHOR

...view details