কলকাতা, 15 এপ্রিল: বর্ষ শুরুতেই দক্ষিণবঙ্গে পারদ চড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস। বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন থেকেই তার আভাস মিলতে শুরু করেছে । গত শুক্রবার থেকেই গরম বাড়তে শুরু করেছে । শুষ্ক গরমে ত্বকে টান পড়ছে । রবিবার তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল । যদিও লু বওয়ার পরিস্থিতি ফের তৈরি হতে যাচ্ছে কি না, সে সম্পর্কে যদিও স্পষ্ট করে কিছু বলেননি আবহাওয়াবিদরা।
তবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি পারদ চড়বে । বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । এটি শক্তিশালী হলেও তার প্রভাব রাজ্যে সেভাবে পড়বে না । আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কম ৷ যদিও ওড়িশা, মধ্যপ্রদেশ ও অসমে এই ঘূর্ণাবর্তের যথেষ্ট প্রভাব পড়বে । সেখানে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
রবিবারের আকাশ আংশিক মেঘলা ছিল। কিন্তু গরম মালুম হয়েছে বেশ ভালোই। এই বৃষ্টির প্রভাব কমে যেতেই গরম বাড়তে শুরু করেছে । যদিও হাওয়া অফিস জানিয়েছে এখনই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম। যে তাপমাত্রা চলছে তা চলবে। রবিবার বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলা মুর্শিদাবাদ, বীরভূম ও ঝাড়গ্রামের কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে । উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে । বিশেষ করে উপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে । হালকা বৃষ্টি হতে পারে মালদাতেও । উত্তরবঙ্গেও এই বৃষ্টি পরিস্থিতি চলতি সপ্তাহের পুরোটাই চলবে ।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি উত্তরবঙ্গের ঠিক বিপরীত ৷ বৈশাখের শুরু থেকেই ফের গরমের ইনিংস শুরু হয়েছে ৷ রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86 শতাংশ । আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 38 এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন :
- গরমে খাবার নিয়ে বেপরোয়া হলেই বিপদ ! তালিকা থেকে কী কী বাদ দেবেন ? জানালেন পুষ্টিবিদ
- বছরের শুরুতেই আর্থিক দিকে নজর দেওয়া প্রয়োজন কর্কটের, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে