কলকাতা, 25 মার্চ:আজ দোলপূর্ণিমা ৷ রঙের উৎসবে মাতোয়ারা হওয়ার দিন ৷ চিন্তা নেই, আপনার রঙের উৎসব বৃষ্টিতে পণ্ড হবে না আজ ৷ আলিপুর আবহাওয়া অফিস বলছে,গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ দোলের দিন শুষ্ক আবহাওয়া থাকবে । গত কয়েকদিনের যে বৃষ্টিস্নাত পরিবেশ ছিল তা শুক্রবার থেকে বিদায় নিয়েছে । বদলে পারদ চড়ছে । সাধারণত চৈত্র মাসে দোলের সময় আবহাওয়ায় একটা ঠান্ডার ছোঁয়া থাকে । কিন্তু আলিপুর আবহাওয়া অফিস বলছে এবার সেই পরিস্থিতি নেই । শুকনো গরম থাকবে ।
একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে চৈত্রের প্রথম সপ্তাহের শেষে জ্বালা ধরানো গরমের সম্ভাবনা আপাতত নেই । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ এবং আগামিকাল তাপমাত্রা বাড়বে । একই সঙ্গে বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ফলে গরম অসহ্য পরিস্থিতিতে যাবে না বলে মনে করছে হাওয়া অফিস । রবিবার থেকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে ।
দক্ষিণবঙ্গে দোলের দিন গরম কিছুটা হলেও কষ্ট দেবে । তবে এদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে অসমের উপর একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । ফলে উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে । অর্থাৎ, দোলে দক্ষিণে গরম ও উত্তরে বৃষ্টির আশঙ্কা ।
রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নীচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 91 শতাংশ । আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন :
- দোলের রং মেখে প্রেমের জোয়ারে ভাসবেন কার, জানুন রাশিফলে
- ঘরোয়া ভেষজ আবিরে খেলুন হোলি, তৈরির পদ্ধতি জানাচ্ছে ইটিভি ভারত
- তেল না ময়শ্চরাইজার, ত্বক আগলাতে রঙের আগে মাখবেন কোনটি ?