কলকাতা, 27 মে: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বানভাসি দশা কলকাতার। পূর্বাভাস মতোই রবিবার রাতে সাড়ে দশটা নাগাদ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের খেপুপাড়া এবং এপাড় বাংলার সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়ে। প্রায় ঘণ্টা দু'য়েক ধরে চলে এই আছড়ে পড়া বা ল্যান্ডফলের প্রক্রিয়া। রেমাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তিক্ষয় করে আগামী কয়েক ঘণ্টায় শক্তিক্ষয় করে আরও দুর্বল হবে ৷
রাত সাড়ে এগারোটা নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, দক্ষিণবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদে আজ সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।
কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, দুই 24 পরগনা কলকাতা এবং হাওড়ায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায় জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে।
হাওয়ার গতির সতর্কতাও জারি করেছে আলিপুর। মালদা এবং দুই দিনাজপুরে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 35 কিলোমিটার থেকে 45 কিলোমিটার থাকবে। দমকা হাওয়া 55 কিলোমিটারে পৌঁছবে।