কলকাতা, 6 ফেব্রুয়ারি: বিদায় বেলায় শীত খামখেয়ালি। বেলায় ঘাম তো সূর্য ডোবার পরে হালকা শীতের আমেজ। তাপমাত্রার ওঠানামা তো চলছেই। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বুধবারের মতো আজ, বৃহস্পতিবারও তাপমাত্রার পারদ চড়বে। আগামিকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ফের নামবে। সপ্তাহান্তে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে ।
দক্ষিণবঙ্গের আবহাওয়ারপূর্বাভাস:
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজও বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে ফের পারদ পতন হবে ৷ রবিবার পর্যন্ত 3 থেকে 4 ডিগ্রি পারদ নামবে দক্ষিণবঙ্গে। আজ দক্ষিণবঙ্গের 7 জেলায় ঘন কুয়াশার দাপট অব্য়াহত। কলকাতা, হগলি, হাওড়া, দুই 24 পরগনা, দুই মেদিনীপুরে ঘন কুয়াশার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ারপূর্বাভাস:
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা 50 মিটারের নীচে নেমে আসবে। বাকি জেলায় হালকা কুয়াশা। উত্তরবঙ্গে তাপমাত্রার বিরাট পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবারের মধ্যে উত্তরবঙ্গেও 2 ডিগ্রি পারদ নামবে। ইতিমধ্যে ডুয়ার্স ছাড়া কোথাও সেভাবে শীতের কামড় নেই।
চলতি মাসের মাঝামাঝি সময়েই শীত বিদায় নেবে আগেই জানিয়েছেন আবহবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের অবাধ গতিতে বারবার বাধা পড়েছে বলে তাঁরা উল্লেখ করেছেন ৷ এবার আরও একটি ঝঞ্ঝা ফের আসলেও তা সরে যাচ্ছে এবং ফের শীতল বাতাস উত্তর দিক থেকে ঢুকতে শুরু করবে। তার জেরেই সপ্তাহান্তে পারদ পতনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
কলকাতা ও সংলগ্ন এলাকারআবহাওয়ারপূর্বাভাস:
বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 5.7 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রির নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 44 শতাংশ। আজ ভোরের আকাশে ঘন কুয়াশা থাকলেও বেলায় তা পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকবে।