পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি বাড়বে তাপমাত্রা, আজ সারাদিন মেঘলা আকাশ - weather forecast of west bengal

WB Weather Update: সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে প্রবেশ করবে ৷ শুক্রবার থেকে কমবে বৃষ্টির দাপট ৷ উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গরম শুরু হল বলে ৷

WB Weather Update
আজ সারাদিন মেঘলা আকাশ

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 7:42 AM IST

আজ সারাদিন মেঘলা আকাশ

কলকাতা, 21 মার্চ:বিরামহীন বৃষ্টি শহর থেকে শহরতলিতে, তার জেরে কমেছে তাপমাত্রার পারদ। বুধবার সারাদিন বৃষ্টির ফলে স্বাভাবিকের চেয়ে 13 ডিগ্রি নীচে ছিল তাপমাত্রা ৷ আজ সারাদিন আকাশ মেঘলা থাকলেও আগামিকাল থেকে কমবে বৃষ্টি । আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস হাওয়া অফিসের ৷ তাপমাত্রাও বাড়তে বাড়তে দ্রুত 30 ডিগ্রির ঘরে ঢুকে পড়বে ৷ গরমের দাপট শুরু হল বলে ৷ যদিও, দক্ষিণে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

উত্তরবঙ্গের আবহাওয়া:

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল । বর্তমানে তা মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত । একই সঙ্গে ঘূর্ণাবর্তের বিস্তার হয়েছে পূর্ব বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলে ৷ এরফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে রাজ্যের বাতাসে প্রবেশ করছে । যার প্রভাবে 23 মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামিকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে । সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার উত্তরবঙ্গের উপরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবারও এই 5 জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতর ।

এই প্রসঙ্গেই আলিপুর আবহাত্তয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বৃহস্পতিবারও আকাশ সারাদিন মেঘলা থাকবে ৷ উত্তরবঙ্গে শনিবার 23 মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া চলবে । আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রির মধ্যে থাকবে । আগামীকাল, 22মার্চ থেকে তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে প্রবেশ করবে । এমনকি কোনও কোনও জায়গায় 35 ডিগ্রির ঘরে ঢুকে পড়তে পারে।
বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 13ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 96 শতাংশ । বৃষ্টিপাত হয়েছে 18.8 মিলিমিটার। আজ বৃহস্পতিবার দিনের সম্ববত আকাশ মেঘলা থাকতে পারে । বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

  1. লক্ষ্মীবারে বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা কাদের ভাগ্যে, জেনে নিন রাশিফলে
  2. নাইটদের প্রথম ম্যাচে মধ্যরাতে বিশেষ পরিষেবা ঘোষণা মেট্রোরেলের
  3. ছোট্ট পাখিরে নয় অবহেলা, বিশ্ব চড়ুই দিবসে জানুন তার বাস্তুগুণ মেলা

ABOUT THE AUTHOR

...view details