কলকাতা, 21 মার্চ:বিরামহীন বৃষ্টি শহর থেকে শহরতলিতে, তার জেরে কমেছে তাপমাত্রার পারদ। বুধবার সারাদিন বৃষ্টির ফলে স্বাভাবিকের চেয়ে 13 ডিগ্রি নীচে ছিল তাপমাত্রা ৷ আজ সারাদিন আকাশ মেঘলা থাকলেও আগামিকাল থেকে কমবে বৃষ্টি । আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস হাওয়া অফিসের ৷ তাপমাত্রাও বাড়তে বাড়তে দ্রুত 30 ডিগ্রির ঘরে ঢুকে পড়বে ৷ গরমের দাপট শুরু হল বলে ৷ যদিও, দক্ষিণে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
উত্তরবঙ্গের আবহাওয়া:
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল । বর্তমানে তা মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত । একই সঙ্গে ঘূর্ণাবর্তের বিস্তার হয়েছে পূর্ব বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলে ৷ এরফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে রাজ্যের বাতাসে প্রবেশ করছে । যার প্রভাবে 23 মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামিকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে । সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার উত্তরবঙ্গের উপরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবারও এই 5 জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতর ।
এই প্রসঙ্গেই আলিপুর আবহাত্তয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বৃহস্পতিবারও আকাশ সারাদিন মেঘলা থাকবে ৷ উত্তরবঙ্গে শনিবার 23 মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া চলবে । আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রির মধ্যে থাকবে । আগামীকাল, 22মার্চ থেকে তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে প্রবেশ করবে । এমনকি কোনও কোনও জায়গায় 35 ডিগ্রির ঘরে ঢুকে পড়তে পারে।
বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 13ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 96 শতাংশ । বৃষ্টিপাত হয়েছে 18.8 মিলিমিটার। আজ বৃহস্পতিবার দিনের সম্ববত আকাশ মেঘলা থাকতে পারে । বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।
আরও পড়ুন:
- লক্ষ্মীবারে বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা কাদের ভাগ্যে, জেনে নিন রাশিফলে
- নাইটদের প্রথম ম্যাচে মধ্যরাতে বিশেষ পরিষেবা ঘোষণা মেট্রোরেলের
- ছোট্ট পাখিরে নয় অবহেলা, বিশ্ব চড়ুই দিবসে জানুন তার বাস্তুগুণ মেলা