কলকাতা, 14 জানুয়ারি: উষ্ণ পৌষ সংক্রান্তিতে আশ্বাস শুধু উত্তর-পূর্ব ভারতের ঠান্ডা বাতাস। ফলে সর্বনিম্ন তাপমাত্রার পারদ গত কয়েক দিনের তুলনায় বেশ কিছুটা বেড়ে গেলেও উত্তুরে হাওয়া থাকায় ঠান্ডার শিরশিরানি থাকবে। আজ মকর সংক্রান্তি। সাধারণত এদিন শীতের কামড় বেশ ভালোভাবে অনুভূত হয়। কিন্তু, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে বাতাসের অবাধ যাতায়াতে বাধা পড়েছে। ফলে পৌষমাসে শীতের সর্বনাশ!
আজ মকর সংক্রান্তি। শীতের এই পরিস্থিতির জন্য গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে আগত পুণ্যার্থীদের কুয়াশার পূর্বাভাস ছাড়া বিশেষ কোনও ঠান্ডার সতর্কতা নেই হাওয়া অফিসের তরফে। সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রির মধ্যে থাকবে। তবে উত্তর-পূর্ব দিক থেকে ঠান্ডা হাওয়া চলবে। তাই শীতের শিরশিরানি থাকবে। মোটের ওপর হালকা ঠান্ডার আমেজ মেখে পুণ্যার্থীরা মেলা উপভোগ করবেন বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
মকর সংক্রান্তিতে নেই কনকনে ঠান্ডা (ইটিভি ভারত) আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ, মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জায়গার উপরিভাগে হালকা বৃষ্টি ও তুষারপাতও হবে। আকাশ পরিষ্কার থাকবে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায়। উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে। এই জেলাগুলিতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা 200 মিটারের নীচে নেমে যেতে পারে।
আগামী সাতদিন রাজ্যের কোনও জেলায় বৃষ্টিপাত নেই। এছাড়াও, সর্বনিম্ন তাপমাত্রার বিরাট পরিবর্তনের বিশেষ সম্ভাবনা আগামী পাঁচদিনে নেই। তবে শনিবার অর্থাৎ 18 জানুয়ারির পর থেকে সর্বনিম্ন তাপমাত্রার ফের পতন হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস যা মাঘ মাসের শীতের জোরালো কামড়ের ইঙ্গিত যা শীতবিলাসীদের খুশি করবে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা বলেন, "18 জানুয়ারির পরে বঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বা উত্তরদিক থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করবে বলেই শীত জোরালো হবে।"
সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 89 শতাংশ ও সর্বনিম্ন 53 শতাংশ। আজ ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলায় মূলত পরিষ্কার আকাশ ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকবে।