কলকাতা, 29 জানুয়ারি:লোকসভা নির্বাচনের আগে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা হবে ৷ এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ পাশাপাশি, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও দাবি করেছেন, আগামী সাতদিনের মধ্যে দেশে সিএএ লাগু হবে । বিজেপি নেতাদের সিএএ নিয়ে এই ঘোষণার কড়া সমালোচনা করেছে তৃণমূল নেতৃত্ব ৷
সোমবার সিএএ লাগু নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন,"সিএএ বা এনআরসি- ভোট এলেই ধর্মীয় বিভাজন করতে কেন্দ্রীয় সরকার এগুলিকে কুমির ছানার মতো করে ব্যবহার করে । বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আমরা এসব হতে দেব না । তাঁর মতে, যাঁদের ভোটার তালিকায় নাম রয়েছে তাঁরা সবাই দেশের নাগরিক । যাঁরা ভোট দেন, যাঁরা সরকারকে নির্বাচিত করেন তাঁদের আলাদা করে নাগরিকত্বের কী প্রয়োজন? তারা সকলেই নাগরিক ।" একইসঙ্গে বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, "অনুপ্রবেশের কথা বললেও বিজেপি দায় অস্বীকার করতে পারে না। সীমান্তে অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিএসএফের । সেই দায়িত্ব কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের । তাহলে যাঁরা দেশে রয়েছেন তাঁদের মধ্যে কেন ধর্মের নামে ভেদাভেদ করতে চাইছেন।"