কলকাতা, 11 মে: সন্দেশখালির ঘটনা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ভুল ব্যাখ্যা গিয়েছে বিজেপি'র তরফে ৷ তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সন্দেশখালির 'সত্য' তুলে ধরাটা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে ৷ শনিবার এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা ৷
রাজ্যের মন্ত্রী এদিন সাংবাদিকদের কাছে দাবি করেন, বিজেপি'র তরফে সন্দেশখালি থেকে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে গিয়ে ঘটনা নিয়ে সম্পূর্ণ বিকৃত তথ্য পরিবেশন করেছে ৷ এমন অভিযোগ করে শশী পাঁজা বলেন, "তৃণমূলের হয়েও একটি দলকে রাষ্ট্রপতির কাছে পাঠানো উচিত, যে দল সন্দেশখালির সত্য সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করবে ৷ আপাতত এই ব্যাপারে শীর্ষ নেতৃত্বের সম্মতির অপেক্ষায় রয়েছি আমরা ৷"
রাজ্যের শিল্পমন্ত্রী আরও বলেন, "বিজেপি'র তরফে একটি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে সন্দেশখালি নিয়ে ভুল পথে চালিত করেছে ৷ গেরুয়া শিবির বিষয়টি নিয়ে ক্রমাগত মিথ্যের আশ্রয় নিচ্ছে ৷ তাই আমরা এখন সঠিক প্রোটোকল অনুসরণ করে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চাই যদি শীর্ষ নেতৃত্ব অনুমতি দেয় ৷"