পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাষ্ট্রপতির কাছে তথ্য বিকৃতি বিজেপি'র, মুর্মুকে সন্দেশখালির 'সন্দেশ' জানাতে চায় তৃণমূল - Shashi Panja on Sandeshkhali

Shashi Panja on Sandeshkhali: শীর্ষ নেতৃত্বের অনুমতি পেলে শীঘ্রই রাষ্ট্রপতির কাছে সন্দেশখালির ঘটনার সত্য তুলে ধরবে তৃণমূল কংগ্রেস, জানালেন শশী পাঁজা ৷ রাজ্যের মন্ত্রীর কথায়, সন্দেশখালি ইস্যুতে দ্রৌপদী মুর্মুর কাছে বিকৃত তথ্য পরিবেশন করেছে গেরুয়া শিবির ৷

Shashi Panja on Sandeshkhali
শশী পাঁজা-দ্রৌপদী মুর্মু (ইটিভি ভারত)

By PTI

Published : May 11, 2024, 6:58 PM IST

কলকাতা, 11 মে: সন্দেশখালির ঘটনা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ভুল ব্যাখ্যা গিয়েছে বিজেপি'র তরফে ৷ তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সন্দেশখালির 'সত্য' তুলে ধরাটা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে ৷ শনিবার এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা ৷

রাজ্যের মন্ত্রী এদিন সাংবাদিকদের কাছে দাবি করেন, বিজেপি'র তরফে সন্দেশখালি থেকে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে গিয়ে ঘটনা নিয়ে সম্পূর্ণ বিকৃত তথ্য পরিবেশন করেছে ৷ এমন অভিযোগ করে শশী পাঁজা বলেন, "তৃণমূলের হয়েও একটি দলকে রাষ্ট্রপতির কাছে পাঠানো উচিত, যে দল সন্দেশখালির সত্য সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করবে ৷ আপাতত এই ব্যাপারে শীর্ষ নেতৃত্বের সম্মতির অপেক্ষায় রয়েছি আমরা ৷"

রাজ্যের শিল্পমন্ত্রী আরও বলেন, "বিজেপি'র তরফে একটি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে সন্দেশখালি নিয়ে ভুল পথে চালিত করেছে ৷ গেরুয়া শিবির বিষয়টি নিয়ে ক্রমাগত মিথ্যের আশ্রয় নিচ্ছে ৷ তাই আমরা এখন সঠিক প্রোটোকল অনুসরণ করে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চাই যদি শীর্ষ নেতৃত্ব অনুমতি দেয় ৷"

সম্প্রতি সন্দেশখালি ইস্যুতে সোশাল মিডিয়ায় একটি ভাইরাল স্টিং ভিডিয়ো ঘিরে রাজ্য-রাজনীতি তোলপাড় হয়েছে ৷ যেখানে স্থানীয় তৃণমূল নেতা গঙ্গাধর কয়াল দাবি করেন, বিজেপি অর্থের বিনিময়ে সন্দেশখালির মহিলাদের দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে ৷ যদিও ভাইরাল ভিডিয়োটি বিকৃত দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা ৷ তবু রাজ্যের মন্ত্রী বলছেন, "বিজেপি এতটাই নীচে নেমে গিয়েছে যে মহিলাদের সম্মান নিয়ে খেলতে দু'বার ভাবছে না ৷ নির্বাচনের ফলাফলে এর জবাব পেয়ে যাবে ওরা ৷"

এখানেই শেষ নয় ৷ পাঁজার অভিযোগ, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন-ও বিজেপি'র এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন ৷ এমনকী মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে তৃণমূল নালিশ জানাবে বলেও দাবি করেন মমতার মন্ত্রী ৷ সবমিলিয়ে সন্দেশখালির মিথ্যে গল্প ফেঁদে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলেই মনে করেন শশী পাঁজা ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির মহিলাদের অভিযোগ তুলতে বাধ্য করছে তৃণমূল, দাবি মহিলা কমিশনের
  2. মমতার প্রিয়পাত্র শাহজাহানকে বাঁচাতেই সন্দেশখালির স্টিং অপারেশন, কটাক্ষ হিমন্তের

ABOUT THE AUTHOR

...view details