কলকাতা, 10 মার্চ:এই ব্রিগেড অন্যরকম ব্রিগেড ৷ প্রথা ভেঙে 320 ফুট লম্বা ব়্যাম্প ঘুরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ব়্যাম্পেই উপস্থিত জনগণকে প্রণাম জানিয়ে বক্ততা শুরু করলেন ৷ আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বললেন, "বিজেপির কাছে ইডি আছে, সিবিআই আছে, বিচার ব্যবস্থার কিছু অংশ আছে ৷ আর তৃণমূলের কাছে মানুষ আছে ৷" এদিন দীর্ঘ ব়্যাম্পে হেঁটে হেঁটেই 'জয় বাংলা' স্লোগান তোলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক ৷
ব়্যাম্প থেকে বিরোধী 'বিজেপি বাংলা বিরোধী হ্যাঁ কি না ?' নিয়ে অভিষেক জনগণকে কতগুলি প্রশ্ন করেন-
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যাঁরা ভাঙে
- স্বামী বিবেকানন্দকে অপমান করে
- যাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না
- গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রাখে
- বাংলার স্বার্থকে লাঞ্ছিত করে, দিল্লির কাছে তল্পিবাহকতা করে
- একশো দিনের কাজে 28টি রাজ্য এবং 8টি উপরাজ্যর মধ্যে বাংলার টাকা বন্ধ করেছে ৷
- বাঙালিকে বাংলাদেশি বলে?
- শিখ ভাইদের খালিস্তানি বলেন
- সংখ্যালঘুদের পাকিস্তানি বলে
- শুভেন্দুকে বিরোধী দলনেতা হিসেবে নিয়োজিত করেছে
- পবন সিংয়ের নাম না নিয়েই তিনি জানান, এক অভিনেতা আসানসোলের প্রার্থী ৷ তিনি মেয়েদের সম্মান দিতে জানেন না ৷ তিনি প্রার্থীপদ থেকে সরে দাঁড়িয়েছেন ৷ 'এটা বাংলার ক্ষমতা, বাংলার শক্তি'
- তৃণমূল কথা দিয়ে কথা রাখে ?