পঞ্চায়েত সদস্যার বিজেপিতে যোগদান ঘিরে বিতর্ক কৃষ্ণনগর, 16 মার্চ: প্রেমের টানে ঘর ছাড়ার খবর হামেশাই সামনে আসে ৷ এবার প্রেমের টানে দল ছাড়ার অভিযোগে হুলস্থুল পড়েছে নদিয়ায় ৷ কৃষ্ণনগরের কোতোয়ালি থানার দোগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে ৷ ওই পঞ্চায়েতের প্রধান বিজেপির রিন্টু সরদার ৷ তাঁর প্রেমের টানেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার অভিযোগ পঞ্চায়েতে সদস্য কাকলি মণ্ডলের বিরুদ্ধে ৷
আর এই অভিযোগ করেছেন খোদ তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের স্বামী ৷ তিনি এমনকী বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্ত্রীকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নামেন ৷ স্ত্রীকে ফিরে পেতে তৃণমূলের পতাকা নিয়ে রাস্তা অবরোধ করতে দেখা যায় কাকলির স্বামীকে ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা স্ত অভিযোগকে অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য ৷
কাকলি মণ্ডল বলেন, "সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই আমি বিজেপিতে যোগদান করেছি । তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন । আমার স্বামী আমাকে শারীরিক এবং মানসিক অত্যাচার করে । শুধু তাই নয়, তৃণমূলের অন্যান্য নেতাদের উস্কানিতে আমাদের সম্পর্কে ফাটল ধরেছে । আমি বহুবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তাতেও কিছু হয়নি ৷ সেই কারণে আমি তৃণমূল ছেড়ে দিলাম ।"
জানা গিয়েছে, দিন কয়েক আগেই বিজেপি জেলা সভাপতির হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন কাকলি মণ্ডল ৷ এরপরই স্ত্রী ও বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওই অভিযোগ তুলে শুক্রবার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভাতজাংলায় রাজ্য সড়ক অবরোধ করেন অরবিন্দ মণ্ডল । দলীয় কর্মী এবং পতাকা সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তিনি । প্রশাসনের কাছে অবিলম্বে স্ত্রীকে ফেরত এবং অভিযুক্তকে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এই তৃণমূল নেতা ।
এই ঘটনা নিয়ে অহেতুক বিজেপিকে কালিমালিপ্ত করা হচ্ছে বলে দাবি গেরুয়া শিবিরের । কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের কথায়, "তৃণমূলের সন্ত্রাস ও মহিলাদের উপর অত্যাচার থেকে শিক্ষা নিয়ে কাকলি মণ্ডল আমাদের দলে যোগদান করেছেন । বিজেপি প্রধানের সঙ্গে যে সম্পর্কের কথা বলা হচ্ছে তা পুরোটাই ভিত্তিহীন । আমরা ওই পঞ্চায়েত সদস্যকে নিজেদের দলে স্বাগত জানিয়েছি ।"
এই প্রেমের গুঞ্জন নিয়ে দোগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান রিন্টু সর্দার বলেন, "তৃণমূল এবং পঞ্চায়েত সদস্যের স্বামী যে অভিযোগ তুলছে তা পুরোটাই মিথ্যে । উনি পঞ্চায়েতে আসছেন এবং আমাদের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে । তবে তাঁর সঙ্গে আমার কোনও প্রেমের সম্পর্ক নেই । দলকে কালিমালিপ্ত করার জন্যই তৃণমূল নোংরা রাজনীতি করছে ।"
আরও পড়ুন:
- ঘরওয়াপসি! বিজেপির 'অর্জুন' প্রাপ্তি , পদ্মশিবিরে যোগ দিব্যেন্দুরও
- আসানসোলের বিজেপি প্রার্থী পবন ? নিরহুয়ার প্রচারে আসায় ফের বাড়ছে জল্পনা
- 'ভয়ে নার্ভ কাঁপছে তাই পড়ে গিয়ে কারও কপাল ফাটছে', সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শান্তনুর