ঝাড়গ্রাম, 3 অক্টোবর: লক্ষ্য 2026 বিধানসভা নির্বাচন । ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামার অগ্রিম প্রস্তুতি শুরু হয়ে গেল জঙ্গলমহলে । দলের প্রচার বাড়াতে এবং বিরোধীদের অপপ্রচারকে রুখে দিতে সোশাল মিডিয়ায় যথেষ্ট তৎপর তৃণমূল কংগ্রেসের আইটি সেল । এবার সেই আইটি সেলের মনোবল আরও বৃদ্ধি করতে জঙ্গলমহলে ‘খেলা হবে’ টিমের বিশেষ ড্রেস কোড চালু হল ।
দেবীপক্ষের আগমনের দিন ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় বিশেষ ড্রেস কোডের উদ্বোধন করা হয় । রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ ঘোষের উদ্যোগে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি ড্রেসটির উদ্বোধন করেন ।
বিদ্যুৎ ঘোষ বলেন, ‘‘2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই আমরা এখন থেকেই প্রস্তুতিতে নেমে পড়লাম । নির্বাচন, দল এবং রাজ্য সরকারের প্রচারে যারা সবসময় দলের পাশে থাকে, তাঁদের হাতে বিশেষ ড্রেস তুলে দেওয়া হল । যাতে তাঁদের মনোবল বাড়ে এবং দলের প্রচারে আরও আগ্রহী হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করতে হবে ৷ এটাই আমাদের লক্ষ্য ।’’