পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এনআইএ কর্তার সঙ্গে 52 মিনিটের বৈঠক করেছেন জিতেন্দ্র, বিস্ফোরক দাবি কুণালের - Kunal slams BJP over NIA - KUNAL SLAMS BJP OVER NIA

Conspiracy Against TMC: রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, ভোটের আবহে 26 মার্চ নিউটাউনে এনআইএ এসপি ধনরাম সিংয়ের বাড়িতে বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি ৷ কুণাল দাবি তোলেন, এনআইএ এসপি ধনরাম সিংকে বহিষ্কার করুন নির্বাচন কমিশন ৷

Kunal Ghosh
তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র! এনআইএ কর্তার সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির 52 মিনিটের বৈঠক

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 12:42 PM IST

Updated : Apr 7, 2024, 1:47 PM IST

কলকাতা, 7 এপ্রিল: রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ এসপি ধনরাম সিংয়ের 52 মিনিটের বৈঠক হয়েছে ৷ এই এনআইএ এসপি’র বিরুদ্ধে তদন্ত করুক পুলিশ, দাবি কুণালের ৷ তৃণমূল মুখপাত্রের দাবি, ভোটের আবহে 26 মার্চ নিউটাউনে এনআইএ এসপি ধনরাম সিং-এর বাড়িতে বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি ৷ এনআইএ এসপি ধনরাম সিংকে বহিষ্কার করুন নির্বাচন কমিশন৷

এর আগে জলপাইগুড়ির প্রচারসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রামনবমী নিয়ে নিজেরাই বাংলায় হিংসা ছড়িয়েছে । তারপর এনআইএ’কে পাঠিয়ে দিয়েছে । বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । জিতেন্দ্রর সঙ্গে এনআইএ কর্তার বৈঠকও হয়েছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী ।

বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের মামলার তদন্তভার এনআইএকে হস্তান্তর করেছে কলকাতা হাইকোর্ট ৷ যেদিন এই তদন্তভার পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেদিনই জলপাইগুড়ির প্রচারসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফের এনআইএ’র বিরুদ্ধে সুর চড়ালেন । তিনি অভিযোগ করেন, এনআইএ’র এসপির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এর পরই ভূপতিনগরের 'ষড়যন্ত্র' পরিচালিত হয় ৷ মধ্যরাতে গ্রামে হানা দেয় এনআইএ ৷ এমনই অভিযোগ রাজ্যের শাসকদলের পক্ষ থেকে তোলা হয়েছে ৷

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ

আজ সাংবাদিকদের সামনে কুণালের দাবি, নিউটাউনে এনআইএ-র এসপির বাসভবনে গোপন বৈঠক করেন দু’জন বিজেপি নেতা। নিজাম প্যালেসেও ধনরাম সিং-এর সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। কুণালের দাবি, এনআইএ-র কাছে তৃণমূল নেতা-কর্মীদের নামের একটি তালিকা দেওয়া হয়। তৃণমূলের কোন কোন নেতা-কর্মীকে গ্রেফতার করতে হবে, কাকে তলব করতে হবে, এই তালিকাটি সেই সংক্রান্ত। বিজেপির দেওয়া তালিকার ভিত্তিতে দলের বেশ কয়েকজন নেতা-কর্মীর গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেন কুণাল ঘোষ ৷

তৃণমূলের এই অভিযোগের জবাবে আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন, "ভারতীয় জনতা পার্টি কোনও ষড়যন্ত্র করেনি। ষড়যন্ত্র তো তৃণমূল কংগ্রেস করে। ভুলে গিয়েছেন উনি, ষড়যন্ত্র করে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাকে ২২ দিন প্রেসিডেন্সি জেলে ভরে রেখেছিলেন?" এরপরেই মুখ্যমন্ত্রী সম্পর্কে জিতেন্দ্র তেওয়ারি বলেন, "এত হালকা কথা বলবেন না৷ মুখ্যমন্ত্রীর চেয়ারে এত হালকা কথা মানায় না।"

আরও পড়ুন:

  1. এনআইএকে তৃণমূল নেতাদের তালিকা দিল বিজেপি, শনিতেই গ্রেফতার ? বিস্ফোরক কুণাল
  2. নিজের গড় বাঁচাতে ভোটের মুখে এনআইএ দিয়ে ষড়যন্ত্র করছেন শুভেন্দু, বিস্ফোরক দাবি কুণালের
  3. বিজেপি কর্মী খুন নিয়ে হিরণকে পালটা কটাক্ষ কুণালের
Last Updated : Apr 7, 2024, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details