কলকাতা, 7 এপ্রিল: রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ এসপি ধনরাম সিংয়ের 52 মিনিটের বৈঠক হয়েছে ৷ এই এনআইএ এসপি’র বিরুদ্ধে তদন্ত করুক পুলিশ, দাবি কুণালের ৷ তৃণমূল মুখপাত্রের দাবি, ভোটের আবহে 26 মার্চ নিউটাউনে এনআইএ এসপি ধনরাম সিং-এর বাড়িতে বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি ৷ এনআইএ এসপি ধনরাম সিংকে বহিষ্কার করুন নির্বাচন কমিশন৷
এর আগে জলপাইগুড়ির প্রচারসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রামনবমী নিয়ে নিজেরাই বাংলায় হিংসা ছড়িয়েছে । তারপর এনআইএ’কে পাঠিয়ে দিয়েছে । বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । জিতেন্দ্রর সঙ্গে এনআইএ কর্তার বৈঠকও হয়েছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী ।
বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের মামলার তদন্তভার এনআইএকে হস্তান্তর করেছে কলকাতা হাইকোর্ট ৷ যেদিন এই তদন্তভার পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেদিনই জলপাইগুড়ির প্রচারসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফের এনআইএ’র বিরুদ্ধে সুর চড়ালেন । তিনি অভিযোগ করেন, এনআইএ’র এসপির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এর পরই ভূপতিনগরের 'ষড়যন্ত্র' পরিচালিত হয় ৷ মধ্যরাতে গ্রামে হানা দেয় এনআইএ ৷ এমনই অভিযোগ রাজ্যের শাসকদলের পক্ষ থেকে তোলা হয়েছে ৷