কলকাতা, 10 মার্চ:তৃণমূলের 'জনগর্জন' সভা থেকেই 42টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বছর নির্ঘণ্ট প্রকাশের দিন কালীঘাটের দলীয় কার্যালয় থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এই বার উলট পূরাণ। তেমনটা তারকাপ্রার্থী নিয়েও চমক দিলেন তৃণমূল নেত্রী ৷ গতবারের (2019) সাংসদ মিমি ও নুসরতকে প্রার্থী তালিকা থেকে বাদ গেলেন তাঁরা ৷ পরিবর্তে সেই জায়গা পূরণ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ ও জুন মালিয়া ৷ যদিও তারকা হিসাবে আগের জায়গা অর্থাৎ তৃণমূল প্রার্থী হিসেবে দেব, শত্রুঘ্ন সিনহা ও শতাব্দী রায়দের বেছে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷
- বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, রচনাকে কাঁথি বা তমলুক লোকসভা কেন্দ্র থেকে দাঁড় করানোর কথা ভাবছে রাজ্যের শাসকদল। এর পাশাপাশি, রচনাকে হুগলি লোকসভা কেন্দ্র থেকে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই আসনে মিমিকেও নিয়ে আসার পরিকল্পনা করেছিল তৃণমূল। যদিও শেষপর্যন্ত হুগলি থেকে রচনাকে দাঁড় করানো হল ৷ ভোটের হাওয়ায় সেখানে মিমি হলেন ব্রাত্য ৷
- রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে দাঁড়ানোর আরও এক কারণ শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে ৷ তা হল, রচনা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছুদিন আগে নবান্নে দেখা গিয়েছিল ৷ তারপরই অবশ্য একটি বেসরকারি চ্যানেলের বিনোদনমূলক শো-তে (দিদি নাম্বার 1) রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনাতেই দেখা গিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ এরপরই জল্পনা কয়েকগুণ বেড়ে যায় যে, রাজনীতিতে পা-রাখতে চলেছেন গত দশকের ছবির নায়িকাদের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ রচনা বন্দ্যোপাধ্যায় ৷
- প্রসঙ্গত, গতবার যাদবপুর থেকে মিমি জিতলেও তাঁকে ওই আসন থেকে এবার টিকিট দিল না তৃণমূল। পরিবর্তে সায়নী ঘোষকে যাদবপুর থেকে দাঁড় করালেন তৃণমূল নেত্রী। যদিও এই দুই প্রার্থীদের দাঁড়ানোর কথা বেশ কয়েকদিন ধরেই রাজনীতির অন্দরে জল্পনার আকার নিয়েছিল ৷ কয়েকদিন ধরে তবে বলা ভালো দু'মাস ধরে বাংলা তথা দেশের খবরের একটা জায়গা ছিল সন্দেশখালি ৷ যা নিয়ে দেশজুড়ে কম জল্পনা হয়নি ৷ সেই জায়গা অর্থাৎ সন্দেশখালিকাণ্ডের পর বসিরহাট থেকে কাকে প্রার্থী করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়েও কৌতূহলের শেষ ছিল না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলাম ৷
- এসব কিছুর মাঝে আরও এক তারকাকে প্রার্থী নিয়ে শোনা যায়, বিধানসভা ভোটে যেভাবে জুন মালিয়া কঠিন লড়াইয়ে জিতে এসেছেন, সেই পরিস্থিতিতে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের (তাঁর নাম এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি) বিরুদ্ধে টিকিট দেওয়া হতে পারে তারকা তথা বিধায়ককে। যদিও এই কথা আজ তৃণমূলের তরফে মেদিনীপুর প্রার্থী তালিকার এই জল্পনায় সিলমোহর দেওয়া হল ৷