পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচনের ফল যাই হোক, সম্পর্কে প্রভাব পড়বে না; ভোটপ্রচারে দাবি রচনা-লকেটের - Rachna and Locket in Hooghly

Rachna Banerjee and Locket Chatterjee: প্রচারে গিয়ে মানুষের সমর্থন কেমন পাচ্ছেন? তা নিয়ে উত্তর দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির সিমলাগড়ে রবিবার প্রচার সারলেন তিনি। এদিকে প্রচারে বেরিয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও ৷ লকেট জানালেন রচনা তাঁর বন্ধু তাই পরে টের পাবেন তিনি কোন দলে নাম লিখিয়েছেন ৷ তবে পালটা রচনার বিরোধী পক্ষ নিয়ে কোনও বক্তব্য নেই বলে জানালেন, 'রিলের দিদি নাম্বার 1'৷

লকেট ও রচনার প্রচার
Rachna Banerjee and Locket Chatterjee

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 9:54 PM IST

Updated : Mar 19, 2024, 4:31 PM IST

লকেট ও রচনার প্রচার

পাণ্ডুয়া ও চুঁচুড়া, 17 মার্চ: হুগলি লোকসভায় তৃণমূল ও বিজেপি'তে মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে গোষ্ঠীদ্বন্দ্বের খবর। পাণ্ডুয়া, বলাগড়, সপ্তগ্রাম-সহ বেশকিছু জায়গায় নিজেদের দলের মধ্যে দ্বন্দ্বের কথা উঠে এসেছে বারে বারে। শুধু তৃণমূল না বিজেপি নেতা-কর্মীদের মধ্যেও নানা ক্ষোভ আছে লকেটকে নিয়ে, এমনই অভিযোগ। কখন বিজেপি সাংসদ লকেটের বিরুদ্ধে আবার কখনও বিজেপি'র বিরুদ্ধে পোস্টার পড়ছে হুগলিতে। তবে লোকসভা আসনে তৃণমূল ও বিজেপির প্রার্থী অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায় কেউই গোষ্ঠীদ্বন্দ্বকে পাত্তা দিতে নারাজ।

তাঁদের দাবি, কোনও কিছুই নেই হুগলিতে। সকলকে সঙ্গে নিয়েই তাঁরা লড়বেন ৷ শনিবার লোকসভা নির্বাচন ঘোষণা হতেই রবিবার থেকে জোরকদমে প্রচার শুরু করেছেন দুই দলের প্রার্থী। এদিন পাণ্ডুয়া ব্লকের সিমলাগড় কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, মানকুন্ডুর শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচারে বের হন লকেট চট্টোপাধ্যায়।

  • তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও সব মিটিয়ে একসঙ্গে চলব। মানুষের দারুণ সাড়া পাচ্ছি। আমি অভিভূত এবং ভাবতে পারিনি হুগলির মানুষ আমাকে এভাবে সমর্থন করবেন ৷ যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি।" লকেট প্রসঙ্গে তিনি বলেন, "তিনি তাঁর কাজ করুন, আমি আমার কাজ করব।"
  • হুগলি লোকসভা পুনরুদ্ধার করা যাবে কি না সেই প্রসঙ্গে রচনার কথা, "আমরা একশো শতাংশ নিশ্চিত। হুগলির মানুষের উপর ভরসা আছে, দিদির উপর ভরসা আছে, আমরা জিতব। লকেটের সঙ্গে দেখা হলে ওনাকেও নমস্কার করব ৷" রাজনীতিতে নবাগতা প্রসঙ্গে তিনি বলেন, "লকেট চট্টোপাধ্যায়ও একদিন রাজনীতিতে নতুন ছিলেন এবং তাঁকেও প্রার্থী করে জয়ী করা হয়েছে। আমি নতুন নই আমি মানুষের ভালোবাসা নিয়ে এসেছি। আজ হয়তো রাজনীতিতে এসেছি, সেই ভালোবাসার রেশ নিয়ে সকলের মন জয় করতে পারব। বিরোধী পক্ষ নিয়ে কোনও বক্তব্য নেই ৷"
  • লকেট এদিন প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "42টি আসন নিয়ে কেউ প্রধানমন্ত্রী হবেন না।" হুগলি লোকসভা তৃণমূলের পুনরুদ্ধার প্রসঙ্গে লকেট বলেন, "যেভাবে দুর্নীতি চলছে। মাফিয়া-ডনদের হুগলি থেকে উৎখাত করতে হবে। সন্দেশখালি অন্যতম দৃষ্টান্ত ৷ হুগলিতে আমরা সন্দেশখালি হতে দেব না ৷"
  • রচনাকে উদ্দেশ্য করে লকেট বলেন, "উনি তৃণমূলে নতুন এসেছেন জানেন না। যত থাকবেন তত বুঝতে পারবেন ৷ যে তিনি কোন দলে এসেছেন ৷ রচনা আমার খুব ভালো বন্ধু ৷ উনি আস্তে আস্তে জানতে পারবেন ৷"

আরও পড়ুন:

  1. লড়াই মোদি-মমতার নাকি রচনা বনাম লকেটের! শুরুতেই মতানৈক্যে হুগলির দুই তারকাপ্রার্থী
  2. 'কারখানার ধোঁয়ায় অন্ধকার হয়েছে রাস্তা', রাজ্যে শিল্প নিয়ে দাবি তৃণমূল প্রার্থী রচনার
  3. তৃণমূলের নায়িকা সংবাদ! প্রার্থী তালিকা থেকে বাদ মিমি-নুসরত, জুড়ল রচনা-সায়নী-জুনের নাম
Last Updated : Mar 19, 2024, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details