পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'তোমরা গেইলে কি আসিবেন মাহুত বন্ধু রে',প্রচারের ভাওইয়া গাইলেন প্রার্থী

Lok Sabha Election 2024: গান গেয়ে লোকসভা ভোটের প্রচারে তৃণমূল প্রার্থী ড: নির্মল চন্দ্র রায় ৷ এই লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ৷ দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এই প্রচেষ্টা ৷

Lok Sabha Election 2024
গান গেয়ে প্রচারে তৃণমূল প্রার্থী ড: নির্মল চন্দ্র রায়

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 2:04 PM IST

ভাওইয়া প্রচার তৃণমূল প্রার্থী ড: নির্মল চন্দ্র রায়ের

জলপাইগুড়ি, 19 মার্চ:নির্বাচনী যুদ্ধে জিততেদলের সমর্থনে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা ৷ নিজের সমর্থনে প্রচারে গিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে দলের জনমুখী কাজ আমজনতার কাছে তুলে ধরেছেন প্রার্থীরা ৷ আবার কখনওবা একরাশ প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমতায় এলে কী কী করবেন ৷ তবে জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ড: নির্মল চন্দ্র রায় গান গেয়ে প্রচার শুরু করলেন ৷

সোমবার রায়গঞ্জে প্রচারে গিয়েছিলেন আসন্ন নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ড: নির্মল চন্দ্র রায় ৷ এদিন প্রচারের ফাঁকে দোতারা নিয়ে গান বাঁধলেন । এক প্রকার রায়গঞ্জ বিধায়ক খগেশ্বর রায়কে সঙ্গে নিয়ে প্রচারের মাঝেই দলীয় কর্মীদের আবদারে দোতারা বাজিয়ে গান ধরলেন ৷ গাইলেন "তোমরা গেইলে কি আসিবেন মাহুত বন্ধু রে" ৷

প্রার্থীর এই দোতারা বাজিয়ে গান প্রসঙ্গেই জলপাইগুড়ি জেলা শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অঞ্জন দাস বলেন, "প্রার্থী দোতারা বাজান, উনি একজন শিল্পী মানুষ । একজন মানুষ যিনি একদিকে অধ্যাপক অন্যদিকে শিল্পী। অবশ্যই জলপাইগুড়ির কাছে বড় প্রাপ্তি একজন শিল্পী জলপাইগুড়ির সাংসদ হতে চলেছেন । সব সময় রাজনৈতিক বক্তব্য শুনতে ভালো লাগে না । ক্লান্ত হয়ে দলীয় কর্মীরা ফিরছেন ৷ তাদের উনি গান শোনাচ্ছেন । তাতে করে দলীয় কর্মীরা যেমন উৎসাহিত হচ্ছেন তেমনি সাধারণ মানুষেরও ভালো লাগছে ।"

এবারের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল রায় ৷ প্রচারের মাঝেই হাতে তুলে নিচ্ছেন দোতারা ৷ গান বাঁধছেন আবার শোনাচ্ছেন দলীয় কর্মীদের ৷ এতে দলীয় কর্মীরা উজ্জীবিত হচ্ছেন । তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেও একজন অধ্যাপক ৷ তিনি একজন ভাওয়াইয়া শিল্পী। এটাই প্রথম নয় ৷ ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি ৷ সেই সময়েই দলীয় কর্মীদের উৎসাহিত করতে দোতারা বাজিয়ে গান করতেন ৷ এবার লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। এবারও কর্মীদের উজ্জীবিত প্রাণঃচ্ছল রাখতে সেই গানকেই বেছে নিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'শক্তি'র উপাসকরা কংগ্রেস-'ইন্ডি' জোটকে উপযুক্ত জবাব দেবেন, মন্তব্য মোদির
  2. সেলিব্রিটি নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিদেরই জয় হবে: বাম প্রার্থী জাহানারা খান
  3. নির্বাচনী সভা থেকে সুকান্তকে খোলা চ্যালেঞ্জ, মুখোমুখি বসার আহ্বান অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details