কলকাতা, 9 মে: দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ ৷ গত 4 মে সন্দেশখালি নিয়ে একটি স্টিং অপারেশন ভিডিয়ো ভাইরাল হয় ৷ তাতে সন্দেশখালির 2 নম্বর ব্লক সভাপতি গঙ্গাধর কয়ালের গলায় বলতে শোনা যায়, সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটেনি ৷ এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং তার নেপথ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
এরপর বৃহস্পতিবার, 9 মে তৃতীয় ভিডিয়ো ভাইরাল হয় ৷ তাতে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র ও মাম্পি দাসকে বলতে শোনা যায়, রাষ্ট্রপতির সঙ্গে যে নির্যাতিতাদের দলটি দেখা করতে গিয়েছিল, সেখানে তাঁরা ছিলেন না ৷ এর মাঝে দ্বিতীয় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ এই তিনটি ভিডিয়োকে প্রামাণ্য ধরে তৃণমূল দাবি করেছে, সন্দেশখালি ইস্যু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপির চক্রান্ত মাত্র ৷ স্বভাবত সন্দেশখালি ভাইরাল ভিডিয়ো কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
তৃণমূলের অভিযোগ লোকসভা ভোটের আগে রাজনৈতিক কারণে সন্দেশখালিতে সুপরিকল্পিত ভাবে অশান্তির ঘটনা ঘটানো হয়েছে ৷ এটি বিজেপির চক্রান্ত ৷ এই ইস্যুতে এবার দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল ৷