করিমপুর (কৃষ্ণনগর), 16 মার্চ:ভোটের মুখে খুন তৃণমূল কর্মী । লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বাড়ি থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার থানাপাড়া থানার মুক্তারপুর এলাকার। মৃত তৃণমূল কর্মীর নাম শহিদুল শেখ, বয়স আনুমানিক 36 বছর। ঘটনার জেরে আতঙ্কিত গোটা এলাকা।
শহিদুল শেখ করিমপুর বিধানসভার মুক্তারপুর এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। জানা গিয়েছে, দীর্ঘ এক আগে ওই এলাকারই কিছু তৃণমূল কর্মীর সঙ্গে তার ঝামেলা হয়। এরপর মৃত শহিদুল শেখ থানাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করেছিল পুলিশ। অভিযোগ শুক্রবার রাতে হঠাৎ বেশ কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তার দেহ। স্থানীয়রা বিষয়টি দেখতে পেলে শহিদুলের পরিবারকে খবর দেয়।
এরপরে শহিদুলকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানাপাড়া থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। পুলিশ এবং স্থানীয়দের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরে হয়তো এই খুন হয়ে থাকতে পারে। এই বিষয়ে করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বলেন, "ভোটের আগে সন্ত্রাস সৃষ্টি করতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। কারণ করিমপুর এলাকায় বিরোধীদের কোনও জায়গা নেই। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং এই ঘটনায় যারা জড়িত তারা কেউ ছাড়া পাবে না।"