ব্যারাকপুর, 18 মে: লোকসভা নির্বাচনের পঞ্চম দফা অর্থাৎ, 20 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন ৷ হাতে সময় বলতে মাত্র 48 ঘণ্টা । ঠিক তার আগেই নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠল এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, সেই অভিযোগে ভিত্তিতে তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি তুলল তৃণমূল মহিলা কংগ্রেস।
শুক্রবার এই বিষয়ে ব্যারাকপুরে একটি সাংবাদিক সম্মেলন করে জেলা তৃণমূল মহিলা কংগ্রেস ৷ সেখানে পদ্ম প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী হলফনামা নিয়ে প্রশ্ন তুলে তাঁর বিরুদ্ধে সুর চড়ান সংগঠনের সভাপতি কেয়া দাস। তিনি বলেন, "হিন্দু বিবাহ আইন অনুযায়ী, কোনও ব্যক্তির প্রথম স্ত্রী'র সঙ্গে বিবাহ বিচ্ছেদ না-হলে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। অথচ অর্জুন সিংয়ের ক্ষেত্রে ঘটেছে ঠিক এর বিপরীত । প্রথম স্ত্রী'র সঙ্গে বিবাহ বিচ্ছেদ না-হওয়া সত্ত্বেও তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই তথ্য গোপন করেছেন। তাঁর এই চরম অপরাধের জন্য আমরা চাই অর্জুন সিংয়ের প্রার্থীপদ বাতিল করা হোক ।"
কেয়া আরও বলেন, "নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় অর্জুন জানিয়েছেন, ঊষা সিং তাঁর স্ত্রী এবং অভিরূপ কুমার সিং তাঁর উপর নির্ভরশীল । অথচ অভিরূপ কুমার সিংয়ের সঙ্গে নিজের সম্পর্কের কোনও বিবরণ দেননি তিনি । অনুসন্ধানের পরে জানা যায়, অভিরূপ আসলে তাঁর ছেলে। তবে অভিরূপের মা ঊষা সিং নন, শ্রাবন্তী সিং। হলফনামায় নিজের ছেলে হিসেবে বিধায়ক পবন সিংয়ের নামও উল্লেখ করেননি তিনি । আমরা জানি হিন্দু বিবাহ আইন অনুযায়ী একজন পুরুষ তাঁর বর্তমান স্ত্রী'র সঙ্গে বিবাহ বিচ্ছেদের আগে দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না । কিন্তু বিজেপি প্রার্থীর বর্তমানে স্ত্রী থাকা সত্ত্বেও তিনি আরও একবার বিয়ে করেছেন ।"