সন্দেশখালি, 18 ফেব্রুয়ারি: সন্দেশখালির ক্ষোভে প্রলেপ দিতে আসরে রাজ্যের তিন মন্ত্রী। আগামী 3 মার্চ সন্দেশখালিতে জনসভা করার আগে এলাকার সার্বিক পরিস্থিতি বুঝে নিতে রবিবার উত্তর 24 পরগনার ন্যাজাটে গিয়ে সেখানকার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করলেন তিন মন্ত্রী সুজিত বোস, পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদা। সন্দেশখালির ঘটনার নেপথ্যে বিজেপি-সিপিএমের চক্রান্ত দেখছেন সেচমন্ত্রী পার্থ। পাশাপাশি এতদিন শিবু হাজরা সন্দেশখালিতে যে দায়িত্ব পালন করতেন এখন থেকে সেই কাজ করবেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো।
ন্যাজাটের সেহেরা অঞ্চলে ওই প্রস্তুতি সভায় হাজির ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি হাজি নুরুল ইসলাম-সহ আরও কয়েকজন তৃণমূল নেতৃত্ব। বৈঠক থেকে বেশ কয়েকজন গ্রামবাসীর হাতে জমির লিজ সংক্রান্ত বকেয়া টাকা তুলে দেন শাসকদলের নেতারা।
প্রসঙ্গত, শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে জোর করে জমি দখল এবং জমির লিজ সংক্রান্ত টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে পথে নেমে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন বঞ্চিত গ্রামবাসীরা। অভিযোগ, গরিব মানুষের বকেয়া, লক্ষ লক্ষ টাকা নিজেদের পকেটে পুড়ে ফুলে ফেঁপে উঠেছেন শাহজাহানের এই দুই শাগরেদ। সেই অভিযোগ খতিয়ে দেখে উত্তমকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । তবে শিবু হাজরার বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় । সন্দেশখালি কাণ্ডে আপাতত দু'জনেই গ্রেফতার হয়ে পুলিশের হেফাজতে রয়েছেন।